কলকাতা লিগ ২০২১: ভবানীপুরের কাছে হার মহমেডান স্পোর্টিং ক্লাবের
শুভব্রত মুখার্জি: সদ্য ডুরান্ড কাপের শেষ ম্যাচে মহমেডানকে হারের মুখ দেখতে হয় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে ০-২ গোলে হারের পরে এবার কলকাতা ফুটবল লিগের ম্যাচে শঙ্করলাল চক্রবর্তীর প্রশিক্ষনাধীন ভবানীপুরের কাছে হারতে হল আন্দ্রে চেরিশনভের প্রশিক্ষণপ্রাপ্ত মহমেডানকে। এদিন ম্যাচের শুরুতে ৬ মিনিটের মাথাতেই ভবানীপুর লিড নেয়। তাদের ১-০ গোলে এগিয়ে দেন সুজয় দত্ত। এর মাত্র ৫ মিনিটের মাথায় ফের মহমেডান ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে ভবানীপুরকে ২-০ গোলে এগিয়ে দেন হেনরি কিসেকা। এরপর আর ম্যাচে গোল হয়নি। মহমেডান একাধিক আক্রমণ করেও ভবানীপুরের ডিফেন্সকে ভাঙতে পারেনি। ফলে এদিন ২-০ গোলেই ম্যাচ জেতে ভবানীপুর।
উল্লেখ্য ডুরান্ড কাপ এবং কলকাতা লিগের ম্যাচ মিলিয়ে ৬ দিনে ৩ টি ম্যাচ খেলা মহমেডান ফুটবলারদের স্বাভাবিকভাবেই মাঠে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। ম্যাচ শেষে চেরিশনভ তার ফুটবলারদের পাশে দাঁড়িয়ে সেই কথাকেই সামনে তুলে ধরেন। উল্লেখ্য আজকের কলকাতা লিগের এই ম্যাচের আগে দুই দল অপরাজিত ছিল। ভবানীপুর লিগ শীর্ষে থাকা দলের থেকে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে ছিল। কারণ তারা একটি ম্যাচ কম জিতেছিল। তবে এদিনের ম্যাচে প্রথম ১৫ মিনিটের মধ্যেই ভবানীপুর ২-০ গোলে এগিয়ে যায়।
এরপরে অবশ্য ব্ল্যাক প্যান্থাররা একাধিক আক্রমণ তুলে আনে বিপক্ষ ভবানীপুর ডিফেন্সে। তবে গোলের মুখ খুলতে পারেননি জোসেফরা। এই জয়ের ফলে ভবানীপুর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল। মহমেডান এই মুহূর্তে দাঁড়িয়ে ৭ পয়েন্টে। এক পয়েন্টে রয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবং বিএসএস স্পোর্টিং ক্লাব । মহমেডান স্পোর্টিং তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২১ শে সেপ্টেম্বর। সেই ম্যাচে বিএসএসের বিরুদ্ধে খেলবে সাদা কালো ব্রিগেড।
For all the latest Sports News Click Here