কলকাতা লিগে যুব দল নামাবে মোহনবাগান! চিন্তায় সবুজ মেরুন সমর্থক থেকে IFA কর্তারা
কলকাতা লিগকে কি গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান? কলকাতা লিগের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে নাকি যুব দলকে খেলাবে মোহনবাগান সুপার জায়ান্ট? এ কেমন সিদ্ধান্ত! এই সিদ্ধান্ত কি মেনে নেবেন আইএফএ-র কর্তারা। যদি তেমনই হয় তাহলে কলকাতা লিগের ঐতিহ্যের কী হবে? ডার্বির উত্তেজনার কী হবে? যাকে ঘিরে বিজ্ঞাপন, স্পনশর সব পাওয়া যায় তার কী হবে? এখন কলকাতা ময়দানে এই সব প্রশ্নই ঘুরেছে। আর হবে নাই বা কেন, যখন থেকে শোনা গিয়েছে কলকাতা লিগে সবুজ মেরুনের যুব দল খেলবে তখন থেকেই মনের মধ্যে নানা প্রশ্ন দানা বাঁধছে সঙ্গে জল্পনাও শুরু হয়েছে।
সূত্র মারফৎ জানা গিয়েছে কলকাতা লিগে খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের যুব দল। জানিয়ে দেওয়া ভালো যে এর আগে কখনও কলকাতা লিগে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে নামেনি মোহনবাগান। যেই টুর্নামেন্টে বাকি দুই প্রধান নিজেদের শক্তি দেখাবে, সেখানে কেন নিজেদের শক্তিশালী দলের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে নামবে মোহনবাগান। শোনা যাচ্ছে এই সিদ্ধান্তের পিছনে রয়েছে অন্য একটি উদ্দেশ্য। সিনিয়র দলের জন্য ফুটবলার তৈরি রাখতেই কলকাতা লিগকে বেছে নিচ্ছে মোহনবাগান। দলের ফুটবলারদের অভিজ্ঞতা বাড়াতেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই দলের প্রধান কোচ বাস্তব রায়। তাঁর সহকারী কোচ হিসাবে রয়েছেন বিশ্বজিৎ ঘোষাল। গোলরক্ষক কোচ হলেন অভিজিৎ মণ্ডল। সপ্তাহখানেক আগে অনুশীলন শুরু করেছেন যুব দলের ফুটবলাররা। কলকাতা লিগ শুরুর আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। সব রকম প্রস্তুতি নিয়েই কলকাতা লিগে নামতে চাইছে তারা। রিলায়্যান্স ফাউন্ডেশনের লিগ ও আন্তর্জাতিক প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে ভালো খেলেছে মোহনবাগানের ছোটদের দল। সেই দলের সঙ্গে আরও কিছু ফুটবলার যুক্ত করেছে সবুজ-মেরুন। সেই দলকে আরও শক্তিশালী করা হবে। গত মরশুমে বড়দের দলের রিজার্ভ বেঞ্চে থাকা সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লা, অভিষেক সূর্যবংশী, রবি বাহাদুর রানা, এনসন সিংহ, লালরিনলিয়ানা হামতে ও অর্শ আনোয়ার শেখের মতো সাত তরুণ ফুটবলারকে দলে রাখা হয়েছে।
সুহেল আহমেদ ভট্ট, রাজ বাশফোর, ব্রিজেশ গিরীশ, টাইসন সিংহ, অমনদীপ সিংহ, জাহিদ বুখারি ও শিবাজিৎ সিংহ ভারতের অনূর্ধ্ব-২০ দল ইন্ডিয়ান অ্যারোজ থেকে এই সাত ফুটবলারকে সই করানো হয়েছে। প্রতিশ্রুতিমান ফুটবলার হিসাবে বায়ার্ন মিউনিখে সুযোগ পাওয়া শুভ পাল অন্যতম। তাঁরও দলে যোগ দেওয়া প্রায় পাকা। মোহনবাগানের যুব দলে মোট ১২ জন বঙ্গসন্তান রয়েছেন। এ ছাড়া আরও কয়েক জন ট্রায়াল দিচ্ছেন। তবে প্রশ্ন হল মোহনবাগান সমর্থকেরা যখন কলকাতা ডার্বি দেখতে মাঠে যাবেন, তখন তারা সিনিয়র দলকেই মাঠে দেখতে চাইবেন। কিন্তু সেটি যদি না হয় তাহলে কলকাতা লিগের রোমাঞ্চ কতটা বজায় থাকবে সেটাই দেখার।
For all the latest Sports News Click Here