কলকাতা লিগে প্রথম ম্য়াচেই নামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল,২ প্রধানের ম্যাচ কবে?
এই মরশুমে কলকাতা লিগ শুরু হবে ২৫ জুন থেকে। আর কিশোর ভারতী স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মুখোমুখি হচে চলেছে ডায়মন্ড হারবার এফসি এবং সাদার্ন সমিতি। তবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
তবে কলকাতা লিগের সূচি এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু প্রথম ম্যাচের সূচি এখনও পর্যন্ত এটাই ঠিক হয়ে রয়েছে। দিন দুয়েকের মধ্যেই অবশ্য প্রথম রাউন্ডের ম্যাচের সূচি চূড়ান্ত হয়ে যাবে।
এখন সকলের প্রশ্ন একটাই। ইস্টবেঙ্গল, মোহনবাগান কবে নামবে? আসলে কোভিডের পর এই প্রথম কলকাতা লিগে অংশ নেবে কলকাতার তিন প্রধান। তাই উত্তেজনা একটু বেশিই। যা খবর তাতে, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের আগে দুই প্রধানের মাঠে নামার সম্ভাবনা কম। সবে প্রাক মরশুম শুরু করেছে ইস্টবেঙ্গল। সবুজ মেরুন ব্রিগেডেরও একই হাল। তাই দুই প্রধানের ম্যাচ তাই লিগের শুরুতে দেওয়া হবে না।
এ বার আবার দুই ডিভিশনের ক্লাব মার্জ করে বড় আকারে হবে কলকাতা লিগ। তাই জাঁকজমক ভাবে কলকাতা লিগের উদ্বোধন করতে চাইছে আইএফএ। রবিবার বিকেলে শুরু হবে অনুষ্ঠান। নৈশালোকের আলোয় হবে ম্যাচ। সেই দিন সন্ধে ৭টায় খেলা শুরু হতে পারে।
প্রথম ম্যাচেই নামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তবে অভিষেক সে দিন মাঠে থাকবেন কিনা, তা এখনও জানা যায়নি। কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থাকবেন উদ্বোধনের দিন। এ ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরাও থাকবেন। কলকাতা লিগের উত্তেজনা বাড়াতে চমক দিতে চাইছে আইএফএ।
মঙ্গলবার সুবর্ণ বণিক সমাজ হলে আইএফএর ১৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সচিব অনির্বাণ দত্ত গত আর্থিক বছরে সংস্থার কার্য বিবরণী সম্বলিত নিজের প্রতিবেদন পেশ করেন। সংস্থার আয়-ব্যয়ের হিসাব অনুমোদিত হয় সভায়। একইসঙ্গে নব নির্বাচিত গভর্নিং বডির সদস্যদের নাম ঘোষণা করা হয়। আইএফএর অনুমোদিত সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
For all the latest Sports News Click Here