কলকাতা ডার্বি জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় এটিকে মোহনবাগান, গোল করতে চান লিস্টন
চলতি আইএসএলে প্রথমবার কলকাতার দুই প্রধান একে অপরের মুখোমুখি হতে তৈরি। ২৯ অক্টোবর হতে চলেছে কলকাতা ডার্বি। শনিবার যুবভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। এই ম্যাচের আগে দুই দলই বেশ উত্তেজিত। তবে এই ম্যাচে নামার আগে এটিকে মোহনবাগান একটু বেশি আত্মবিশ্বাসী থাকবে, কারণ আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে পাঁচ গোল করে বেশ আত্মবিশ্বাসী তারা। বাড়তি পাওনা দিমিত্রি পেত্রাতোসের হ্যাটট্রিক এবং গোলের মুখ খুঁজে পাওয়া। ডার্বিতেও একই খেলা উপহার দিতে চায় এটিকে মোহনবাগান।
বৃহস্পতিবার ক্লাবের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে শুভাশিস বসু বলেন, ‘বাঙালি হয়ে আমার কাছে ডার্বি স্পেশ্যাল। ফুটবলার হওয়ার আগে থেকেই ডার্বি দেখতাম। স্বপ্ন দেখতাম একদিন এই ম্যাচে খেলব। এখন সেই সুযোগটা পেয়ে গর্বিত। পরের ডার্বিটাও স্মরণীয় করে রাখতে চাই। সব সমর্থককে উপহার দিতে চাই।’ লিস্টনের কোলাসো বলেন, ‘ডার্বিতে গোল করার জন্যে মুখিয়ে রয়েছি। সকলেই এই ম্যাচে গোল করতে চায়। ডুরান্ডে দর্শকদের সামনে খেলেছি। শনিবারও দারুণ পরিবেশ থাকবে আশা করি।’
আরও পড়ুন… পাকিস্তানকে হারিয়ে সেমির স্বপ্ন দেখছে জিম্বাবোয়ে, কোন অঙ্কে শেষ চারে উঠবে সিকন্দর রাজারা?
দলের গোল খরা কাটানোর প্রসঙ্গে শুভাশিস বসু বলেছেন, ‘আশা করি পরের ম্যাচ গুলোতে আরও অনেক সুযোগ তৈরি করতে পারব। সুযোগ এমনিতেই অনেক তৈরি হয়। সেগুলো কাজে লাগানোই আসল। সেটাই করতে চাই। রক্ষণ ভাগে অনেক বিদেশি এসেছে। ওদের সঙ্গে মানিয়ে নিচ্ছি। সবে দুটো ম্যাচ খেলেছি। সব ম্যাচেই ক্লিনশিট রাখতে চাই। তবে আমাদের খেলার ধরন আক্রমণাত্মক। তাই আক্রমণের সময়েও দলকে সাহায্য করতে চাই।’
লিস্টন কোলাসোর মতে, ম্যাচের পরিস্থিতির উপর গোলের সুযোগ নির্ভর করে। লিস্টন বলেছেন, ‘কী ভাবে খেলছি তার উপর নির্ভর করছে কতগুলি গোল করতে পারব। শেষ ম্যাচে আমরা পাঁচ গোল করেছি। আরও করতে পারতাম। আমি নিজেও অনেক গোল করতে চাই। তবে আমার গোল নয়, দলের জয়টাই আসল। তাতে আমি গোল না পেলেও চলবে।’
আরও পড়ুন… ‘আমি নিয়ম করেছিলাম, বল প্যাডে লাগলেই…’ রাহুলের DRS না নেওয়া নিয়ে রসিকতা বীরুর
প্রতিপক্ষ ইস্টবেঙ্গলও ডার্বিতে খেলার আগে জিতেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে। লাল-হলুদকে নিয়ে শুভাশিস বলেছেন, ‘সব দলই ভালো খেলছে। ইস্টবেঙ্গলও ভালো খেলছে। শেষ ম্যাচে জিতেছে। কোচ যে ভাবে বলেছে সে ভাবেই খেলব। নিজেদের ভুলত্রুটি শুধরে নামতে চাই। আরও ভালো ফলের চেষ্টা করব। ডার্বিতে কোনও পার্থক্য হয় না। ডুরান্ডই হোক বা আইএসএল হোক।’
লিস্টন একটু সতর্ক হয়ে বলেছেন, ‘ইস্টবেঙ্গলের গত দু’-তিনটে ম্যাচ দেখেছি। ওরা ধীরে ধীরে উন্নতি করছে। তা ছাড়া এত লোকের সামনে খেলতে হবে। নিঃসন্দেহে ম্যাচটা কঠিন হতে চলেছে। সকলেই এই ম্যাচের সম্পর্কে জানে। আমিও উত্তেজনা নিয়ে তাকিয়ে রয়েছি। আমাদের এটা জিততেই হবে। তা হলে আত্মবিশ্বাস বাড়বে।’
For all the latest Sports News Click Here