কলকাতার রাস্তায় ভ্যাম্পায়ার, শেষে কী প্রেমিকের রক্তই খাবে? উত্তর মিলবে টুথপরী-তে
ভ্যাম্পায়ার নিয়ে কাজ হয়েছে হাতে গোনা। তাও আবার কলকাতার প্রেক্ষাপটে তো নেই-ই। তবে ভূতপ্রেমীদের মনের এই আশা পূরণ করবে নেটফ্লিক্স। কারণ আসছে ‘টুথপরী’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলার। মুখ্য চরিত্রে রয়েছেন শান্তনু মাহেশ্বরী, রেবতী, তানিয়া মানিকতলা।
‘টুথপরী: হোয়েন লভ বাইট’ মুক্তি পাবে ২০ এপ্রিল। এই সিরিজে বলিউডের তিন জনপ্রিয় মুখের সঙ্গে দেখা মিলবে বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়ের। রয়েছেন আদিল হুসেন, তিলোত্তমা সোমের মতো তারকারা। শাশ্বতকে শেষ দেখা গিয়েছে ‘দ্য নাইট ম্যানেজার সিরিজে।’ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সিরিজের ট্রেলার শেয়ার করে নিয়েছেন তিনি। পরিচালনায় প্রতীম দাসগুপ্ত।
ভ্যাম্পায়ার আর মানুষের প্রেম এর আগেও দেখেছে দর্শক। তবে হিন্দি ভাষায়, কলকাতার চেনাশোনা রাস্তায় তা বড় চমক বৈকি। দাঁতের ডাক্তার ‘ডা. রায়’ ওরফে শান্তনু। আর ভ্যাম্পায়ার রুমি ওরফে তানিয়া শিকার করতে গিয়ে ভেঙে ফেলে নিজের শ্বদন্ত। আর চলে আসে শান্তনুর ক্লিনিকে। প্রথম দেখাতেই ভালো লাগা আর প্রেম। ভালোবাসার মানুষের আসল পরিচয় জেনেও বিয়ের সিদ্ধান্তে এগোয় শান্তনু। কিন্তু সত্যি কি তা হবে?
সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে শাশ্বতর। টুথপরীতে ‘অপুদা’র সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রতীম আগেই ভাগ করে নিয়েছিলেন ইনস্টাগ্রামে। ‘কহানি’র ‘বব বিশ্বাস’কে নিজের সেটে পেয়ে অভিভূত হয়েছিলেন। প্রথমদিন জলের তলায় শটে বারবার টেক নিয়েছেন। ভয়ও পেয়েছিলেন পরেরদিন থেকে কাজে আসবেন কি না শাশ্বত। শুধু যে সময়ের আগে সেটে চলে আসতেন অভিনেতা তা নয়, প্রতিদিন কাজ শেষে ফেরার পথে জেনেও নিতেন পরিচালকের তা কতটা পছন্দ হল। ট্রেলারে শাশ্বতর চরিত্রটি ঠিক কেমন তা নিয়ে সম্পূর্ণ আভাস না মিললেও বড় চমক যে আছে তা নিশ্চিত।
এর আগে প্রতীম বানিয়েছেন মাছের ঝোল, লাভ আজ কাল পরশুর মতো সিনেমা। আলিয়া ভাটের বিপরীতে গঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন শান্তনুও। তানিয়া কাজ করেছেন ফ্লেমস, আ সুইটেবল বয়ের মতো সিরিজে।
মানুষ আর ভ্যাম্পেয়ারের প্রেমের কোন কোন পরত খোলে সিরিজে তা দেখতে অপেক্ষা আর মাত্র দিনকয়েকের।
For all the latest entertainment News Click Here