কলকাতায় যশপাল শর্মা, গ্যালিফ স্ট্রিটের হাটে পোষ্যকে কোলে নিলেন ‘গঙ্গাজল’ অভিনেতা
কলকাতায় হাজির ‘গঙ্গাজল’ খ্যত অভিনেতা যশপাল শর্মা। কলকাতায় এসেছেন বাঙালি পরিচালক কৌশিক করের হিন্দি ছবি ‘ছিপকলি’র প্রচারে। তিনিই রয়েছেন ছবির কেন্দ্রীয় ভূমিকায়। শহরে এসেই সোজা পৌঁছে গিয়েছিলেন বাগবাজারের বিখ্যাত পোষ্য হাটে, হ্যাঁ, ঠিক ধরেছেন গ্য়ালিফ স্ট্রিটেই গিয়েছিলেন যশপাল। সামনে পেয়ে এক কুকুরছানাকে কোলে তুলে আদর করতে লাগলেন। ছবিও তুললেন। সঙ্গে ছিলেন ছবির প্রযোজক, সঙ্গীত পরিচালক মিমো। খুব সম্ভবত এই প্রথম মুম্বইয়ের কোনও অভিনেতা পৌঁছেছিলেন গ্য়ালিফ স্ট্রিটে বিখ্যাত পোষ্য হাটে।
এদিন যশপাল যখন গালিফ স্ট্রিটে পৌঁছলেন, তখন বেশ চড়া রোদ। চোখ ঢাকতে যশপাল পরেছিলেন রোদচশমা। তবুও এদিন যশপালকে ঘিরে বেশ ভিড় হয়ে যায়। কুকুরছানাটিকে কোলে নিয়ে যশপাল বললেন, ‘কুকুররা হল মানুষের জীবনে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রাণী। ওদেরও যত্ন করা প্রয়োজন। পোষ্যকে জীবনের অঙ্গ বানিয়ে নিন, তবে ওদেরকে ওদের মতো করে বাঁচতে দিন।’ এদিন একসঙ্গে এত পোষ্যদের দেখে বেশ হাসিখুশি দেখা গেল অভিনেতাকে।
আরও পড়ুন-ইন্দ্র বাচ্চা ছেলে তাই রেগে গিয়েছিল, আমি ফ্লপ হিরো মানতে অসুবিধা নেই : ভাস্কর
আরও পড়ুন-‘অনেক স্মৃতি, আমার বিয়ের দু’দিন আগেও দাদা একটা বিজ্ঞাপনের জন্য ফোন করেছিলেন’
প্রসঙ্গত, কৌশিক করের প্রথম হিন্দি ছবি ‘ছিপকলি’-তেও রয়েছে মানুষের জীবনের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা তৃতীয় প্রাণীর কথায়। যেটি কিনা হল ‘ছিপকলি’, অর্থাৎ ‘টিকটিকি’। ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে এর আগে যশপাল বলেছিলেন, ‘ছিপকলি’ খানিকটা বাড়ির সিসিটিভি মতো, দেওয়ালে থেকে সবকিছু লক্ষ্য করে। ছবিতে এক ষাটোর্ধ্ব লেখকের ভূমিকায় দেখা গিয়েছে যশপাল শর্মাকে। যিনি একপ্রকার অবসাদে ভুগছেন, ওঁর লেখা বিক্রি হয় না, অথচ উনি দারুণ লেখেন। এই ছবিতে যশপাল ছাড়াও রয়েছেন যোগেশ ভরদ্বাজ, রয়েছেন ‘কালকক্ষ’ খ্যাত অভিনেত্রী তন্নিষ্ঠা বিশ্বাস। ছবিতে এই তিন অভিনেতার চরিত্রগুলির নাম আলোক চতুর্বেদী, রুদ্রাক্ষ রায়, ও বিদিশা। এই তিনজনকে ঘিরেই এগোবে ছবির গল্প। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।
ছবিটি হিন্দিতে হলেও শ্যুটিং হয়েছে মুর্শিদাবাদের একটি পুরনো বাড়িতে। ছবির একটি গান ‘জিন্দা হু ম্যায়’ মুক্তি পেয়েছে আগেই। যেটি কিনা গেয়েছেন শান। আগামিকাল, ২৭ মার্চ কলকাতায় মুক্তি পেতে চলেছে ছবির আরও একটি গান, যেটি হল ‘তোমার ঘরে বসত করে’। যেটি গেয়েছেন স্নিগ্ধজিৎ ভৌমিক, গানগুলি লিখেছেন সোহম মজুমদার, সুরকার মিমো। প্রসঙ্গত ৭ এপ্রিল মুক্তি পাবে কৌশিক করের এই ছবি।
For all the latest entertainment News Click Here