কলকাতায় মধুর ভান্ডারকর, সকালে এসেই পুজো দিতে পৌঁছলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে
শনিবার সকাল সকাল কলকাতায় হাজির মধুর ভান্ডারকর। এসেছিলেন ব্যক্তিগত কাজে। কলকাতা বিমানবন্দরে পৌঁছেই পরিচালক সোজা চলে যান দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সেখানে পুজো দিতে দেখা যায় পরিচালককে।
এদিন পরিচালক মধুর ভান্ডারকরের সঙ্গে ছিলেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ খ্যাত প্রযোজক অমিত আগরওয়াল। তাঁদের দুজনকেই পুজো দিতে দেখা যায় দক্ষিণেশ্বর মন্দিরে। হিন্দুস্তান টাইমস বাংলার হাতে উঠে এসেছে সেই ছবি। পুজো দিয়ে বের হয়ে পরিচালক বলেন, ‘মন্দির দর্শন করলাম, পুজোও দিলাম, সুন্দর একটা সকাল কাটল।’
আরও পড়ুন-শাহরুখের পর এবার সঞ্জয়, ছবি তুলতে কাছে ঘেঁষায় অনুরাগীকে মারলেন ধাক্কা!
এদিন এই পরিচালক-প্রযোজক জুটিকে একত্রে দেখে প্রশ্ন উঠছে তবে কি কোনও নতুন ছবি কিংবা ওয়েব সিরিজের পরিকল্পনা করছেন তাঁরা? আর সেকারণেই কি তাঁদের কলকাতায় আসা। প্রসঙ্গত, গত মাসে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পরিচালক মধুর ভান্ডারকরের সঙ্গে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। হতেই পারে ‘বুম্বাদা’কে নিয়েই হত নতুন কোনও কাজের পরিকল্পনা করছেন পরিচালক মধুর ভান্ডারকর এবং প্রযোজন অমিত আগরওয়াল। তবে সবই জল্পনা, এসব নিয়ে কোনও অফিসিয়াল তথ্য মেলেনি। পরিচালক মধুর ভান্ডারকর কিংবা প্রযোজক অমিত আগরওয়ালও কিছু বলেননি।
আরও পড়ুন-মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গী তাঁর কাছের মানুষরা…
তবে জানা যাচ্ছে, শনিবার দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর ব্যক্তিগত মিটিং সেরেই মধুর ভান্ডারকর এবং অমিত আগরওয়াল মুম্বই ফিরে যান। পুজো দেওয়ার পর কলকাতায় চিনার পার্ক এলাকার একটি রেস্তোরাঁয় প্রাতঃরাশ সারতেও দেখা যায় তাঁদের। যে মেনুটা ছিল বেশ লম্বা। এদিন মালাই টোস্ট, ক্লাব কচুরি,জিলিপি, কেশর দেওয়া চা দিয়ে প্রাতঃরাশ সারেন পরিচালক।
প্রসঙ্গত, ২০২২ তমান্না ভাটিয়াকে নিয়ে ‘বাবলি বাউন্সার’ নামে একটি ছবি বানিয়েছিলেন মধুর ভান্ডারকর। গত এপ্রিলে মুক্তি পাওয়া মারাঠি ছবি ‘সার্কিট’-এর প্রযোজনাও করেছেন তিনি। তবে এবছর হিন্দি সিনেমার দর্শকদের জন্য মধুর ভান্ডারকর নতুন কী উপহার নিয়ে আসেন তারই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
For all the latest entertainment News Click Here