কলকাতায় বাতিল হতে পারে অরিজিৎ সিং-এর শো, ইকো পার্ক কেন এমন করল?
মাসকয়েক ধরেই অরিজিৎ সিং-এর ইন্ডিয়া ট্যুর নিয়ে মাতামাতি চলছে তাঁর ভক্তদের মধ্যে। ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি শহরে ঝড় তুলেছেন অরিজিৎ। কলকাতা কনসার্ট নিয়েও উৎসাহ কম নেই। অধীরে অপেক্ষা করে আছেন তাঁর ভক্তরাও। শো-এর অধিকাংশ টিকিটও বিক্রি হয়ে গিয়েছে। তবে তার মাঝেই এল খারাপ খবর। শোনা যাচ্ছে, ইকো পার্কের ওই শো বাতিল হয়ে যেতে পারে।
অরিজিতের কলকাতার শো-এর টিকিটের দাম ছিল ২৫০০ থেকে ৫০০০০-এর মধ্যে। খবর মিলছে, হিডকোর পক্ষ থেকে অরিজিৎ-এর ইকোপার্কে হতে চলা শো-র জন্য নেওয়া অগ্রিম ৫ লাখ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আর তাতেই সমস্যার শুরু। এই অবস্থায় অরিজিতের শো ক্যানসেল হওয়া মানেই লক্ষাধিক টাকার ক্ষতি। ইকো পার্কের বদলে অন্য কয়েকটি জায়গা নিয়ে চিন্তাভাবনা চলছে। মাথায় রাখা হচ্ছে মিলন মেলা প্রাঙ্গন, সায়েন্স সিটি, অ্য়াকোয়াটিকা বা নিকো পার্ক।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত বদল ইকোপার্কের? হিডকোর তরফে বলা হয়েছে বড়মাপের নানা বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য আগেও ইকোপার্কের অনেক ক্ষতি হয়েছে। অরিজিত সিং-এর শো-তে এবারেও হবে দারুণ ভিড়। বাড়তি ঝুঁকি সামলাতে হবে প্রশাসন ও ইকো পার্ক করতৃপক্ষকে। তাই অবাঞ্চিত পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত। এবার প্রশ্ন হল, আদৌ কি অরিজিতের শো দেখতে আসা ভিড়কে ইকোপার্ক ছাড়া শহরের আর কোথাও জায়গা দেওয়া আদৌ সম্ভব?
প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অরিজিৎ। সেই অনুষ্ঠানে সব তারকাদের থেকে কিছুটা নিজেকে লুকিয়েই রেখেছিলেন তিনি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ এড়াতে পারেননি। অরিজিতকে অনুরোধ করা হয় কিছু বলার জন্য তখন রীতিমত হইচই পড়ে যায়। দর্শকদের থেকে ভেসে আসতে থাকে চিৎকার। তিনি তাঁর বক্তব্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য।
এরপর সকলের অনুরোধে দুটো গানের এক লাইন করে গেয়ে শোনান। ‘বোঝে না সে বোঝে না’ ছবি থেকেই টাইটেল ট্র্যাক গানের দুই কলি গেয়ে শোনান। তারপর মঞ্চে থাকা শাহরুখের জন্য ধরেন দিলওয়ালে’ ছবি থেকে রঙ দে তু মোহে গেরুয়া গানটি। অরিজিতের গান শুনে দর্শক তো খুশি হয়ই, সঙ্গে শাহরুখও ভীষণ খুশি হয়ে পড়েন। তাঁকে হাততালি দিয়ে উৎসাহ জানান। শুধু তাই নয়, এরপর যখন তিনি নিজে বক্তব্য রাখতে ওঠেন তখন অরিজিৎকে ধন্যবাদ জানান তাঁর কণ্ঠ হয়ে ওঠার জন্য।
For all the latest entertainment News Click Here