কলকাতায় এসে মুগ্ধ মিয়াং, ফিরে রিটার্ন গিফট হিসেবে দিলেন ‘কিচ্ছু চাইনি আমি’
ইন্ডিয়ান আইডল থ্রির অন্যতম জনপ্রিয় প্রতিযোগী মিয়াং চ্যাংকে মনে আছে? অবশ্য এখন তাঁর কেবল সেটাই পরিচয় নয়। তিনি এখন একাধারে গায়ক আবার নায়কও বটে! সঙ্গে আবার সঞ্চালক। এ হেন গুণী ব্যক্তি সম্প্রতি শাহজাহান রিজেন্সির গান কিচ্ছু চাইনি আমি গেয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন।
মিয়াং ২২ মার্চ, বুধবার দুপুরে তাঁর টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে একটি লাল প্রিন্টেড টিশার্ট এবং হলুদ রঙের রোদ চশমা পরে থাকতে দেখা যায়। সঙ্গে তিনি একটি বাংলা গান গান। শাহজাহান রিজেন্সি ছবির গান, অনির্বাণের গাওয়া কিচ্ছু চাইনি আমি গাইতে শোনা যায় তাঁকে এই ভিডিয়োতে। গোটা গানটি গান তিনি।
এই গানের ভিডিয়ো পোস্ট করে মিয়াং লেখেন, ‘গত সপ্তাহটা কলকাতায় বেশ ভালোই কাটল। অনেক মজা হল, আড্ডা হল, ঘরে বানানো খাবার থেকে বিরিয়ানি, চাপ, ফুচকা, থামস আপ সহ অনেক কিছু খাওয়া হল। এক কথায় ফাটাফাটি সময় কাটিয়েছি। আমি ফিরে এসেছি। কিন্তু আমি যেখানেই যাই বাংলা আমার সঙ্গে যায়।’ তিনি তাঁর এই পোস্টে সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, এবং ইন্দ্রদীপ দাশগুপ্তকে মেনশন করেন। সৃজিত মুখোপাধ্যায় তাঁর এই ভিডিয়ো শেয়ার করছেন।
উল্লেখযোগ্য শাহজাহান রিজেন্সির এই গানটি লিখেছেন প্রসেন এবং দিপাংশু আচার্য। গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। এই ছবিটি পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়।
অন্যদিকে মিয়াং চ্যাংকে বদমাশ কোম্পানি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, সুলতান, ভারত, ইত্যাদিকে ছবিতে দেখা গিয়েছে। এছাড়া তিনি একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। ইন্ডিয়ান আইডল ৩ এর প্রতিযোগী ছিলেন। পঞ্চম হয়েছিলেন তিনি। এরপর ইন্ডিয়ান আইডল ৪, রাইসিং স্টার, ইন্ডিয়াজ বেস্ট জব, ইত্যাদি শোয়ের সঞ্চালনা করেছেন। ঝলক দিখলা যা ৪ এর বিজয়ী হন তিনি।
For all the latest entertainment News Click Here