কর্নাটকে ভোটে জিততে ‘তারকা-অস্ত্র’ প্রয়োগ বিজেপির! দলে যোগ দিচ্ছেন কিচ্চা সুদীপ
কর্নাটকে দ্বিতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে লড়াই চালাচ্ছে বিজেপি। তাই কেবল ঝাঁ চকচকে প্রচারেই সন্তুষ্ট থাকতে রাজি নন তাঁরা, সঙ্গে ‘তারকা শক্তি’দের রাজনীতির ময়দানে নিয়ে আসার চেষ্টা চলছে। যাতে জয়ের রাস্তা আরও মজবুত করা যায়।
কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় কন্নড় চলচ্চিত্র তারকা, কিচ্চা সুদীপ এবং দর্শন তুগুদীপা বুধবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিতে পারেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের বেঙ্গালুরুর একটি বেসরকারি হোটেলে দুপুর দেড়টা ও দুপুর আড়াইটেয় পার্টিতে যোগ দেবেন দুই অভিনেতাই।
সেই হিসেবে এটাই হবে জনপ্রিয় অভিনেতা কিচ্চা সুদীপের প্রথম রাজনৈতিক পথ চলা। জানা যাচ্ছে, গোটা রাজ্যেই বিজেপির হয়ে প্রচার চালাবেন সুদীপ, তবে অভিনেতার ফোকাস থাকবে কল্যাণ-কর্নাটক অঞ্চলে।
সূত্র মারফত খবর মিলছে, ‘তারা কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই এবং অন্যান্য দলের নেতাদের উপস্থিতিতে দলে যোগ দেবেন’। মজার বিষয় হল, ফেব্রুয়ারিতে, কর্ণাটক কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার সুদীপের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। সেই সময় জল্পনা ছড়িয়েছিল যে সুপারস্টার এবং বিরোধী দলের মধ্যে কিছু রাজনৈতিক আলোচনা চলছে।
যদিও পরবর্তীতে সুদীপ ও ডিকে শিবকুমারের সহযোগীরা সাফ জানিয়েছিলেন যে, সে সাক্ষাৎ ছিল একান্ত ব্যক্তিগত। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।
কর্ণাটকে ১০ মে ভোট এবং ১৩ মে ভোটের গণনা হওয়ার কথা রয়েছে। কংগ্রেস এবং জেডি(এস) ইতিমধ্যে যথাক্রমে ১২৪ এবং ৯৩ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে । কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই জানিয়েছেন যে, ৮ এপ্রিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত করার পরে বিজেপি তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here