কর্ণাটকে ৩৯ লাখ টাকার রূপোর জিনিস বাজেয়াপ্ত, এগুলি বনি কাপুরের বলে দাবি
২৯ মার্চ থেকে একটি নতুন মডেল কোড অব কন্ডাক্ট চালু হয়েছে। ইলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে আর এই নিয়ম চালু হওয়ার পর এনফোর্মেনস্ট এজেন্সিগুলো প্রায় ৭০ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে। ১.৪৭ কোটি টাকা মূল্যের ৮.৬ কেজি সোনা, ৩.৩৭ কোটি টাকা ক্যাশ বাজেয়াপ্ত করা হয়েছে বেঙ্গালুরু থেকে। এবার তার মাত্র একদিন পর ভারতের ইলেকশন কমিশন নতুন করে ৬৬ কেজির রূপোর সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এই জিনিসগুলোর আনুমানিক দাম ৩৯ লাখ টাকা। জানা গিয়েছে এই রূপোর সামগ্রীগুলো বনি কাপুরের।
শুক্রবার, ৭ এপ্রিল কর্ণাটকের দেবাঙ্গীরির হেবালু টোল থেকে এই রূপোর সামগ্রীগুলোকে উদ্ধার করা হয়েছে। এমনটাই ইন্ডিয়া টুডের রিপোর্টে জানানো হয়েছে। এই সামগ্রীগুলোর মধ্যে আছে বাটি, চামচ, জলের জাগ, প্লেট, ইত্যাদি। দেবাঙ্গীরির পুলিশ স্টেশনে হরি সিং নামক এক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর সঙ্গে গাড়ির চালক সুলতান খানের নামেও অভিযোগ দায়ের করা হয়েছে।
এই রূপোর জিনিসগুলোকে পাঁচটা বাক্সে ভরে রাখা হয়েছিল। এই পাঁচটা বাক্স এবং যে গাড়ি থেকে এই জিনিসগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল সেটা বেভিউ প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের। এই প্রতিষ্ঠানের কর্ণধান হলেন বনি কাপুর। যদিও অভিযুক্ত হরি সিং জানিয়েছেন এই রূপোর সামগ্রীগুলো বনি কাপুর বা তাঁর পরিবারের নয়। যথাযথ কাগজ না দেখাতে পারার জন্য এই জিনিসগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, বনি কাপুরকে সম্প্রতি তু ঝুঠি ম্যায় মক্কার ছবিতে দেখা গিয়েছে। তিনি এই ছবির মাধ্যমেই অভিনয়ের ডেবিউ করলেন। আগামীতে তাঁর প্রযোজিত ছবি ময়দান মুক্তি পেতে চলেছে ২৩ জুন। এখানে অজয় দেবগনকে দেখা যাবে প্রধান চরিত্রে।
For all the latest entertainment News Click Here