করোনা আক্রান্ত ফারদিন খান, রয়েছেন আইসোলেশনে
করোনায় আক্রান্ত প্রাক্তন অভিনেতা ফারদিন খান। বুধবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। নিভৃতবাস রয়েছেন অভিনেতা।
করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ফারদিন লেখেন, ‘করোনা পজিটিভ। আমি উপসর্গহীন। করোনা থেকে যাঁরা সুস্থ হয়ে উঠছেন, তাঁদেরকে শুভেচ্ছা জানাই। বাকিদের আমার অনুরোধ, কোনও রকম সন্দেহ হলে, করোনা পরীক্ষা করুন। কারণ এই ভাইরাস শিশুদেরও আক্রমণ করছে। সকলকেই খুব সাধারণ ওষুধ দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। নিভৃতবাসে সুখী।’
সদ্য় করোনামুক্ত হয়েছেন সুজান খান। সম্পর্কে ফারদিনের তুতো বোন সুজান। স্বরা ভাস্কর, কুবরা সইট, মিথিলা পালকার, বিশাল দাদলানি, হৃতিক রোশন সহ বলিউডের একগুচ্ছ তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর কিছুদিন আগেই মিলেছে। ধীরে ধীরে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।
ফারদিনকে শেষবার ‘তড়প’-এর প্রিমিয়ারে দেখা গিয়েছিল। সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি এবং তারা সুতারিয়া এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। নেটমাধ্যমে খুব একটা সক্রিয় নয় ফারদিন। অভিনয় ছাড়ার পর লাইমলাইটের জগত থেকে দূরত্ব বজায় রেখে চলতে পছন্দ করেন অভিনেতা।
For all the latest entertainment News Click Here