করোনা আক্রান্ত দিল্লির আরও এক বিদেশি ক্রিকেটার, পঞ্জাব ম্যাচ অনুষ্ঠিত হবে তো?
পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে ফের বিপত্তি দিল্লি ক্যাপিটালস শিবিরে। করোনা আক্রান্ত দলের আরও এক বিদেশি ক্রিকেটার। বুধবার বিকালে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছেন দিল্লি শিবিরের এক বিদেশি তারকা। ফলে শেষমেশ পঞ্জাব ম্যাচ নিরাপদে অনুষ্ঠিত হবে কিনা, সংশয় তৈরি হয়েছে সেবিষয়ে।
আরসিবি ম্যাচের আগে দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট সবার আগে করোনা আক্রান্ত হন। যদিও ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামে দিল্লি। পরে দিল্লির অজি অল-রাউন্ডার মিচেল মার্শ করোনা পজিটিভ চিহ্নিত হন। তাঁকে হাসপাতালে ভর্তিও করতে হয়। এছাড়া ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ চিহ্নিত হন ম্যাসাজ থেরাপিস্ট চেতন কুমার, টিম ডাক্তার অভিজিৎ সালভি এবং সোশ্যাল মিডিয়ার সদস্য আকাশ মানে। সেই সঙ্গে টিম হোটেলের কয়েকজন কর্মীও করোনা আক্রান্ত বলে খবর শোনা যায়।
দিল্লির ক্রিকেটারদের তড়িঘড়ি হোটেলের ঘরে আইসোলেসনে পাঠানো হয়। পরে দিল্লি বনাম পঞ্জাব ম্যাচটি পুণে থেকে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে তার পরেও শেষরক্ষা হবে কিনা সন্দেহ। বুধবার পঞ্জাব ম্যাচের আগে দিল্লি ক্রিকেটারদের আরও এক রাউন্ড করোনা টেস্ট করার কথা। তার পরেই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।
শোনা যাচ্ছে দিল্লির ক্রিকেটারদের মধ্যে যাঁরা পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবেন, তাঁদেরই ফের করোনা টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের মাঠে নামতে অসুবিধা হওয়ার কথা নয়। পরে সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে বলে খবর।
For all the latest Sports News Click Here