করোনার সময় বন্ধু হয়ে পাশে ছিলেন অক্ষয়, অজানা কথা ফাঁস করলেন ভূমি
করোনা যখন পৃথিবীতে থাবা বসিয়েছিল তখন সবাইকে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল আজও তার স্মৃতি টাটকা, কম বেশি সবার মনে থেকে গিয়েছে সেই ভয়াবহ দিনের কথা। কাউকে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে, কাউকে কম। এতদিন পর অবশেষে মহামারির সেই ভয়ঙ্কর স্মৃতি নিয়ে মুখ খুললেন টয়লেট এক প্রেম কথা খ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকর। তিনি জানালেন করোনার সময় যখন তাঁর মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা, সহ অভিনেতারা কীভাবে তাঁকে সাহায্য করেছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভূমিকে জিজ্ঞেস করা হয় এমন কোনও সহ অভিনেতার নাম করতে যিনি তাঁকে মহামারির সময় সাহায্য করেছিলেন। উত্তরে তিনি বলেন, এমন একজন কারও নাম তিনি করতেন পারবেন যিনি তাঁকে করোনার সময় সাহায্য করেছিলেন। রাজকুমার, কার্তিক আরিয়ান সহ অনেকেই তাঁকে সাহায্য করেছিলেন বলে জানান অভিনেত্রী। ফলে একজনের নাম নেওয়া ঠিক নয়।
এই বিষয়ে আরও বলতে গিয়ে তিনি বলেন তবে গোটা বিষয়ে তিনি একজনের নাম বিশেষ করে বলতে চান আর তিনি হলেন অক্ষয় কুমার। ভূমির মতে, তাঁর মা যখন গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন তখন অক্ষয় তাঁকে ভীষণই সাহায্য করেছিলেন। এই কারণে তিনি অভিনেতার কাছে ভীষণই কৃতজ্ঞ বলে জানান বলিউড হাঙ্গামাকে জানান অভিনেত্রী।
ভূমি আর অক্ষয়কে একাধিক ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছে। এর মধ্যে তাঁদের কিছু ছবি হিট করেছে, কিছু নয়। টয়লেট এক প্রেম কথা থেকে রক্ষা বন্ধন ছবিতে তাঁরা জুটি বেঁধেছিলেন। অনস্ক্রিনে তাঁদের রসায়ন অনেকেরই মনে ধরেছে।
বর্তমানে ভূমি তার আগামী ছবি ভিড় নিয়ে ব্যস্ত আছেন। এখন তিনি এই ছবির প্রচার সারছেন। রাজকুমার রাওকে এই ছবিতে দেখা যাবে তাঁর সঙ্গে। এই ছবিতে উঠে আসবে করোনার সময় পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে কী গিয়েছিল, কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁরা গিয়েছিলেন। এই ছবিতে আরও একবার উঠে আসবে কোভিডের ফার্স্ট ফেজের সেই ভয়ানক ছবিটি। এই ছবিটি আগামী ২৪ মার্চ মুক্তি পেতে চলেছে।
For all the latest entertainment News Click Here