করোনার কারণে দলই নামানো যাচ্ছে না, তাহলে কী করা হবে IPL-এ? কাটা যাবে পয়েন্ট?
শুভব্রত মুখার্জি
করোনাভাইরাস আবহে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের কারণে যদি কোনও ফ্র্যাঞ্চাইজি ২২ গজে প্রথম একাদশ নামাতে না পারে, সেক্ষেত্রে আইপিএলের আসন্ন মরশুমে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা স্পষ্ট করা হল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে। করোনার প্রকোপে কোনও দল যদি ১২ জন (প্রথম একাদশের ১১ জন এবং ১ জন পরিবর্ত) ক্রিকেটারকে কোনও একটি নির্দিষ্ট সময় না পায় এবং সেই কারণে ম্যাচ যদি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আয়োজন করা সম্ভব না হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই বিষয়ে বিসিসিআইয়ের এক সূত্রকে উদ্ধৃত করে পুরো বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে ক্রিকবাছের তরফে।
ক্রিকবাজকে বিসিসিআইয়ের সেই সূত্র জানিয়েছেন, ‘কোভিডের কারণে যদি কোনও কারণে একটি ম্যাচে ১২ জন (প্রথম একাদশের ১১ জন এবং ১ জন পরিবর্ত) ক্রিকেটারকে না পাওয়া যায়। যাদের মধ্যে আবার অন্ততপক্ষে সাতজন ক্রিকেটারকে ভারতীয় হতে হবে, তাহলে সেই ম্যাচটি বিসিসিআই পরবর্তী একটি তারিখে পালটানোর চেষ্টা করব। একান্ত যদি তা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আইপিএলের টেকনিকাল কমিটির কাছে পাঠানো হবে। তার যে সিদ্ধান্ত নেবে, তা সবপক্ষকেই মানতে হবে। এর কোনওরকমভাবে পরিবর্তন সম্ভব নয়।’
প্রসঙ্গত, এই নিয়মটি চালু হলে তা গত মরশুমের কোভিড নিয়মের থেকে অনেকাংশে আলাদা হবে। গতবারের নিয়ম অনুযায়ী ম্যাচ নির্দিষ্ট দিন এবং সময়ে করা সম্ভব না হলে পরবর্তীতে খেলানোর চেষ্টা হবে, তা সম্ভব না হলে কোভিডের কারণে যে দল তাদের প্রথম একাদশ মাঠে নামাতে পারবে না। তাদের বিপক্ষ দলকে ২ পয়েন্ট দিয়ে দেওয়া হবে।
For all the latest Sports News Click Here