‘করিনা বড়ই অহংকারী’, খারাপ অভিজ্ঞতা জানালেন ইনফোসিস প্রতিষ্ঠাতা, সহমত সুজান খান
করিনা কাপুর বড়ই অহংকারী। এমনটাই মনে করেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। একই মত হৃত্বিকের প্রাক্তন স্ত্রী, ফ্যাশান ডিজাইনার সুজান খানের! হ্যাঁ, ঠিকই শুনছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতার মন্তব্যে সহমত প্রকাশ করে করিনাকে নিয়ে একপ্রকার নিজের ভাবনাই প্রকাশ করেছেন সুজান। এমনটাই মনে করছেন নেটনাগরিকরা।
সম্প্রতি প্রকাশ্যেই করিনার সঙ্গে একই বিমানে ফেরার অভিজ্ঞতা জানিয়েছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। IIT-কানপুরের একটি অনুষ্ঠানে বেশকিছু কথা বলেন নারায়ণ মূর্তি তাঁর কথায়, ‘একবার আমি লন্ডন থেকে ফিরছিলাম, আমার পাশের সিটেই কারিনা কাপুর বসেছিলেন। অনেকই ওঁর (করিনা) কাছে এসে হ্যালো বললেন। করিনা তো তাঁদের কথার সামন্য প্রতিক্রিয়া দেখানোরও প্রয়োজন বোধ করেননি। আমি একটু অবাকই হয়েছিলাম। অনেকে আমার কাছেও এসেছিলেন, আমি উঠে দাঁড়িয়ে এক মিনিট কি আধা মিনিট তাঁদের সঙ্গে কথা বললাম, সকলে আসলে এটাই আশা করে।’
আরও পড়ুন-Rocky Aur Rani Kii Prem Kahaani Review: বাঙালি বুদ্ধির কাছে হেরে ভূত পঞ্জাবির রক্ষণশীলতা! কতটা জমল রকি অউর রানির প্রেম?
আরও পড়ুন-‘যোধা আকবর’-এ খ্যাপা হাতির সঙ্গে লড়াই, বডি ডাবল নেননি, নিজেই নাকি করেছিলেন হৃত্বিক!
নারায়ণ মূর্তি যখন করিনার সম্পর্কে এধরনের কথা বলছিলেন, তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁর স্ত্রী সূধা মূর্তি। তিনি বলেন, ‘ওঁর এক মিলিয়ন অনুরাগী রয়েছেন। হতে পারে উনি ক্লান্ত। আর আপনি একজন প্রতিষ্ঠাতা, একজন সফ্টওয়্যার ব্যক্তিত্ব, সেখানে আপনার ১০,০০ অনুরাগী থাকবেন। আর একজন অভিনেতার মিলিয়ন অনুরাগী।’ সূধা মূর্তির কথায় হেসে ফেলেন উপস্থিত দর্শকরা।
তবে স্ত্রী যুক্তি খণ্ডন করে নায়ায়ণ মূর্তি বলেন, ‘বিষয়টা সেটা নয়। আসল কথা, কেউ আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করলে, আপনিও যতটা সম্ভব তাঁকে প্রতিক্রিয়া জানান, সম্মান দেখান, আপনার পক্ষে যতটা সম্ভব। এটাই আসল গুরুত্বপূর্ণ কথা। আসলে তারকা হলেও ইগো (অহংকার) পরিত্যাগ করা উচিত।’
এদিকে ইনফোসিসের প্রতিষ্ঠাতা নায়ায়ণ মূর্তির এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসার পর সহমত প্রকাশ করেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। সুজান লিখেছেন, ‘ভালো বলেছেন মিস্টার মূর্তি (সঙ্গে হাততালি দেওয়ার ইমোজি)।’ এদিকে নারায়ণ মূর্তির সঙ্গে সহমত প্রকাশ করেছেন বহু নেটনাগরিক। কেউ কেউ আবার করিনাকে নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতাও জানিয়েছেন।
প্রসঙ্গত ২০০১ সালে ‘কভি খুশি কভি গম’ ছবিতে অভিনয়ের সময় হৃত্বিকের সঙ্গে করিনার প্রেমের গুজব ছড়িয়ে পড়ে। ‘কভি খুশি কভি গম’ ছাড়াও ২০০১-এ ‘ইয়াঁদে’, ২০০৩-এ ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ ছবিতে হৃত্বিকের সঙ্গে অভিনয় করেছেন করিনা। যদিও ২০০২ সালে ফিল্ম ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে পুরো বিষয়টি অস্বীকার করেছিলেন করিনা কাপুর খান। বলেন, ‘আমি এধরনেক খবরে বেশ বিরক্ত হয়েছিলাম, কারণ এতে ওঁর বিবাহিত সম্পর্ক প্রভাবিত হতে পারে, আমাদের কাজেরও ক্ষতি হবে। লেখা হয়েছে হৃত্বিকের জন্য আমি নাকি কেরিয়ার ছাড়তেও রাজি। এর থেকে খারাপ আর কীই বা হতে পারে! আজ হৃত্বিক কাল অন্য কারোর সঙ্গেও নাম জড়াতে পারে।’
For all the latest entertainment News Click Here