করিনার মুখোমুখি মিসেস চ্যাটার্জি, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে জড়িয়ে ধরলেন রানি
করিনা কাপুর এবং রানি মুখোপাধ্যায়কে একত্রে মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে দেখা গেল। শনিবার তাঁদের সেখানে একসঙ্গে দেখা যায়। তাঁদের আগামীতে একটি টক শোতে দেখা যেতে চলেছে। করিনা কাপুর শো হোয়াট ওম্যান ওয়ান্ট এর আগামী পর্বে রানিকে অতিথি হিসেবে দেখা যেতে চলেছে। এটি এই শোয়ের চতুর্থ সিজন হতে চলেছে। এর আগে রণবীর কাপুরকে অতিথি হিসেবে এই শোতে দেখা গিয়েছিল।
শনিবার করিনাকে বরাবরের মতোই দুর্দান্ত লুকে দেখা গেল। তাঁর পরনে এদিন ছিল একটি কালো শার্ট এবং প্যান্ট। সঙ্গে গোলাপি রঙের জুতো পরেছিলেন তিনি। তাঁর সঙ্গে রানিকে দেখা যায় একটি সবুজ রঙের পোশাক। সঙ্গে কমলা রঙের হিল জুতো পরেছিলেন তিনি।
তাঁদের দুজনকে সাংবাদিকদের জন্য হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। একটি ছবিতে দেখা যায় করিনাকে ধরে আছেন রানি। আরেকটিতে করিনাকে রানিকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায়। ২০০০ থেকেই বলিউডের অতি জনপ্রিয় মুখ হলেন এই দুই অভিনেত্রী। তাঁরা একত্রে একাধিক ছবিতে কাজ করেছেন। এর মধ্যে আছে কভি খুশি কভি গম, মুঝসে দোস্তি করোগে, তালাশ, লাইন অব কন্ট্রোল, ইত্যাদি।
বর্তমানে রানি মুখোপাধ্যায় তাঁর আগামী ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের প্রচারে ব্যস্ত আছেন। তাঁকে এই ছবিতে দেবিকা চ্যাটার্জির চরিত্রে দেখা যাবে যিনি একা একটি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবেন নিজের দুই সন্তানকে ফিরে পাওয়ার জন্য। এই ছবিতে সাগরিকা চক্রবর্তীর বই দ্য জার্নি অব এ মাদারের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এখানে রানির সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে। আগামী ১৭ মার্চ মুক্তি পেতে চলেছে অসীমা ছিব্বার পরিচালিত এই ছবি।
অন্যদিকে করিনাকে শেষবার আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া পায়নি। আগামীতে তাঁকে দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্সে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here