করাচি টেস্টেও লজ্জার হার পাকিস্তানের, ব্রিটিশদের কাছে চুনকাম হলেন বাবররা
নিজেদের ডেয়ার ব্রিটিশদের হাতে বিধ্বস্ত হল পাকিস্তান। ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলেন বাবর আজমরা। রাওয়ারপিন্ডি ও মুলতানে প্রথম ২টি টেস্ট ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়ে বসেছিল পাকিস্তান। এবার করাচির তৃতীয় টেস্টে ৮ উইকেটে হার মানে তারা।
শুরুতে ব্যাট করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩০৪ রানে। বাবর আজম ৭৮, আঘা সলমন ৫৬ ও আজহার আলি ৪৫ রান করেন। জ্যাক লিচ ৪টি ও রেহান আহমেদ ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৫৪ রান তুলে অল-আউট হয়ে যায়। হ্যারি ব্রুক ১১১, বেন ফোকস ৬৪ ও ওলি পোপ ৫১ রান করেন। আব্রার আহমেদ ও নউমান আলি ৪টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসের নিরিখে ৫০ রানে পিছিয়ে থেকে পাকিস্তান দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে। দ্বিতীয় ইনিংসে তারা অল-আউট হয়ে যায় ২১৬ রানে। সুতরাং ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬৭ রানের। বাবর আজম দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৫৪ রান করে আউট হন। এছাড়া সউদ শাকিল ৫৩ রান করে সাজঘরে ফেরেন। অভিষেককারী রেহান আহমেদ ৫টি ও জ্যাক লিচ ৩টি উইকেট নেন।
ইংল্যান্ড শেষ ইনিংসে ঝড়ের গতিতে রান তুলে চতুর্থ দিনের প্রথম সেশনেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ২৮.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায় এবং সেই সঙ্গে পাকিস্তানকে ৩ টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে চুনকাম করে। বেন ডাকেট ৮২ রান করে অপরাজিত থাকেন। ৪১ রান করেন জ্যাক ক্রাউলি। রেহান আহমেদ ১০ রান করে সাজঘরে ফেরেন। বেন স্টোকস নট-আউট থাকেন ব্যক্তিগত ৩৫ রানে। ২টি উইকেট নেন আব্রার আহমেদ।
প্রথম ইনিংসে দুর্দান্ত শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হ্যারি ব্রুক। তিন টেস্টের ৫টি ইনিংসে ৩টি শতরান ও ১টি অর্ধশতরান-সহ ৪৬৮ রান সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন হ্যারি।
For all the latest Sports News Click Here