করমণ্ডল এক্সপ্রেসে বাংলাদেশের কেউ ছিলেন কিনা জানতে উদ্বিগ্ন জয়া
২ জুন সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে তালগোল পাকিয়ে গিয়েছে অর্ধেকের বেশি কামরা। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যেতে পারেন নরেন্দ্র মোদীও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজের মুখ্যমন্ত্রী, তারকারা শোক প্রকাশ করেছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন প্রায় সহস্রাধিক। এই ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পোস্ট করেছেন অভিনেত্রী জয়া আহসানও। প্রসঙ্গত তিনি নিজেও এখন কলকাতায় আছেন ছবির মুক্তি এবং প্রচারের জন্য।
করমণ্ডল এক্সপ্রেসে করে অনেকেই চিকিৎসার জন্য দক্ষিণ ভারত যান। আর এই ট্রেনে অনেক সময়ই ভারতীয়দের পাশাপাশি থাকেন বাংলাদেশিরাও। তাঁরাও এখানেও আসেন চিকিৎসার জন্য। ফলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে এই ট্রেনে হয়তো বেশ কয়েক জন বাংলাদেশি আছেন বা ছিলেন। তাঁদের জন্যই উদ্বেগ প্রকাশ করলেন জয়া।
এদিন জয়া আহসান বাংলাদেশ উপহাইকমিশনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা শেয়ার করেন। লেখেন, ‘কারও পরিচিত এই ট্রেনে থাকলে এখনই খোঁজ নিন।’ বাংলদেশে উপ হাইকমিশনের তরফে জারি করা সেই বিজ্ঞপ্তিতে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। এই নম্বরে WhatsApp করলে বাংলাদেশের বাসিন্দারা তাঁদের প্রিয়জন যদি এই ট্রেনে থেকে থাকেন তাঁর খোঁজ পাবেন। এই নম্বরটা হল +৯১ ৯০৩৮ ৩৫৩৫৩৩।
ইতিমধ্যেই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা ২৩৯ ছাড়িয়ে গিয়েছে বলেই খবর। গ্যাস কাটার দিয়ে দরজা, ইত্যাদি কেটে রাত থেকেই উদ্ধারকাজ চালানো হয়। প্রাথমিক ভাবে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। তারপর NDRF এবং অন্যান্য উদ্ধারকারী দল এসে যোগ দেন।
এদিন সংবাদসংস্থা ANI-এর একটি ভিডিয়ো টুইট করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, ‘দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক। কীভাবে ৩টি ট্রেনের সংঘর্ষ হয়? কে দায় নেবে?’ মনোজ বাজপেয়ী টুইটারে লেখেন, ‘এত ভয়ঙ্কর! এত দুঃখজনক!’ সানি দেওল লেখেন, ‘ওড়িশার বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জেনে ভীষণভাবে কষ্ট পেয়েছি। এই ট্রেন দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’ সলমন খান লেখেন, ‘দুর্ঘটনার কথা শুনে সত্যিই দুঃখিত, ঈশ্বর মৃতদের আত্মাকে শান্তি দিন, এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা থেকে পরিবার ও আহতদের রক্ষা করুন এবং শক্তি দিন’।
For all the latest entertainment News Click Here