করণ জোহরকে দেখেই জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা, ‘এক্কেবারে পাল্টি!’ অবাক নেটপাড়া
এই তো কয়েকদিন আগের ঘটনা, প্রিয়াঙ্কার ‘বলিউডের রাজনীতি’ নিয়ে মন্তব্যে শুরু হয়েছিল জোর চর্চা। প্রিয়াঙ্কা কারোর নাম না করলেও তাঁর আক্রমণের তির যে করণ জোহর ছিলেন, তা বুঝে নিতে কারোরই অসুবিধা হয়নি। এদিকে ঘটনার কয়েকদিন পর দেশে ফিরেই প্রিয়াঙ্কাকে দেখা গেল এক্কেবারে অন্যরূপে। আম্বানিদের অনুষ্ঠানে করণ জোহরকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা। সে কী কাণ্ড! এক্কেবারে পাল্টি! ভিডিয়ো দেখে অবাক নেটপাড়াও।
শুক্রবারই স্বামী নিক জোনাস, মেয়ে মালতী মেরিকে নিয়ে দেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জোর গুঞ্জন তিনি নাকি তুতোবোন পরিণীতি চোপড়ার বিয়ে কিংবা রোকা অনুষ্ঠানে যোগ দিতেই দেশে এসেছেন। প্রিয়াঙ্কা-নিক শুক্রবার আমন্ত্রিত ছিলেন ‘নীতা আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনেও। সেখানে দীপিকা, রণবীর, করণ জোহর সহ বলিউডের বহু তারকাই আমন্ত্রিত ছিলেন। করণের মুখোমুখি হতেই উচ্ছ্বাসিত হয়ে তাঁকে জড়িয়ে ধরতে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। একে অপরের হাত ধরে বেশকিছুক্ষণ কথাবার্তা বলতেও দেখা গেল তাঁদের। করণের কথা প্রিয়াঙ্কাকে হেসে গড়িয়ে পড়তেও দেখা গেল। আবার প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের সঙ্গেও কথা বললেন করণ।
আরও পড়ুন-যা আগে বলিনি তা আজ বলছি, বলিউডের কিছু লোক আমায় দেশ ছাড়তে বাধ্য করে : প্রিয়াঙ্কা
আরও পড়ুন-শাহরুখের সঙ্গে বন্ধুত্ব, প্রিয়াঙ্কাকে একঘরে করেছিলেন করণ জোহর : কঙ্গনা
আরও পড়ুন-গৌরীর অঙ্গুলি হেলনেই নাকি প্রিয়াঙ্কাকে ‘ছুরি মারেন’ করণ! পুরনো ঘটনা নিয়ে জলঘোলা
এদিকে প্রিয়াঙ্কা করণের ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া। একজন লিখেছেন, ‘ইনিই নাকি সেই ব্যক্তি, যিনি নাকি প্রিয়াঙ্কার বলিউড করিয়ার নষ্ট করে দিয়েছিলেন।’ কেউ লিখেছেন, ‘যাই হোক প্রিয়াঙ্কা-নিক দুজনেই করণকে জড়িয়ে ধরতে প্রস্তুত।’ কারোর মন্তব্য, ‘এতো এক্কেবারেই পাল্টি!’ কারোর কটাক্ষ, ‘আপনাকেও খেলতে শিখতে হবে, নাহলে অন্যরা আপনাকে চিবিয়ে থু থু করে ফেলে দেবেন।’ কারোর কথায়, ‘আমার মনে হয় রণবীর প্রিয়াঙ্কাকে এম কিছু বলেছেন,তাতেই তিনি হেসে ফেলেন, তারপর তিনি নিককে সেটা কানে কানে গিয়ে বলেন।’ কারোর নজরে এসেছে ‘করণকে দেখে রণবীর সিং উচ্ছ্বাস প্রকাশ করলেও করণ তাঁকে বিশেষ পাত্তা দেননি।’
প্রসঙ্গত, পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় প্রিয়াঙ্কার দাবি ছিল, বলিউডের কিছু লোকজনের নোংরা রাজনীতিক শিকার তিনি। তাঁকে একঘরে করে দেওয়া হয়েছিল, ছবিতে কাস্ট করা হচ্ছিল না। তাই একপ্রকার বাধ্য হয়েই দেশ ছেড়ে হলিউডে এসেছিলেন। যদি এর পিছনে ঠিক কারা ছিলেন, সেই নামগুলি নেননি প্রিয়াঙ্কা। তবে প্রিয়াঙ্কার পুরনো বন্ধু কঙ্গনা রানাওয়াত বলেন, ‘কারোরই বুঝতে বাকি নেই প্রিয়াঙ্কা করণ জোহরের কথা বলছেন। কারণ প্রিয়াঙ্কা শাহরুখ ঘনিষ্ঠ হতেই করণ তাঁকে দেশছাড়া করেন।’
For all the latest entertainment News Click Here