‘করণের সঙ্গে প্রকাশ্য ঝগড়া, তারপর তিন বছর কেউ কাজ দেয়নি’, বিস্ফোরক নিখিল আডবাণী
এবার করণ জোহরের বিরুদ্ধে বিস্ফোরক পরিচালক নিখিল আডবাণী। ২০০৩ সালে করণের ধর্মা প্রোডাকশনের শাহরুখ খান, প্রীতি জিন্টা, সইফ আলি খান অভিনীত ‘কাল হো না হো’ ছবিটির পরিচালক ছিলেন নিখিল। করণের সঙ্গে প্রকাশ্যেই বিবাদে জড়িয়ে পড়েন নিখিল। অভিযোগ তারপর থেকে তাঁকে আর কেউ কাজ দেননি।
প্রসঙ্গত, কাল হো না হো পরিচালনা করেছিলেন করণের বাবা যশ জোহর। চিত্রনাট্য লিখেছিলেন করণ জোহর। তবে ‘কাল হো না হো’ ছবির বহু আগে থেকেই ধর্মা প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন নিখিল আডবাণী। ১৯৯৮ সালে করণের কুছ কুছ হোতা হ্যায় ছবির সময়েও তিনি ধর্মা প্রোডাকশনের সঙ্গে ছিলেন।
আরও পড়ুন-আদৃত আমার গালে চুমু খাচ্ছে, এমন ছবিও বানানো হয়েছে, খুব রাগ হয়েছিল: সৌমিতৃষা
‘আমি কৃষ্ণ ভক্ত, পুজো আমায় শান্তি দেয়’, বলছেন ‘মিঠাই’ সৌমিতৃষা
আরও পড়ুন-বিবেক অগ্নিহোত্রীর হাত ধরে ভ্যাকসিন যুদ্ধে নামছেন রাইমা, ব্যাপার কী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল আডবাণীর বিস্ফোরক অভিযোগ, ‘কাল হো না হো-র পর থেকে পরের তিন বছর আমার কাছে কোনও কাজ ছিল না। কেউ আমার সঙ্গে কাজ করতে চায়নি। আমি ধর্ম প্রোডাকশন ছেড়ে দিই এবং প্রকাশ্যেই ঝগড়া হয়েছিল। পরে ২০১৩ সালে আমি ’ডি-ডে’ দিয়ে কাজ শুরু করি। তখন আমি যেকোনও কাজ করতে তৈরি ছিলাম, তবে যাই করি না কেন, আগের মতো ফিরতে পারিনি।
এর আগেই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে করণের সঙ্গে বদলে যাওয়া সমীকরণ নিয়ে কথা বলেছিলেন নিখিল আডবাণী। বলেছিলেন করণের সঙ্গে একই স্কুলে পড়েছিলেন তিনি। বলেন, একসময় ধর্মা প্রোডাকশনই ছিল তাঁর বাড়ি। অনেক লোক আমাকে ও করণকে নিয়ে নানান কথা বলেছেন। ২০০৪ সালে যখন কাল হো না হো তৈরি করি, তখন দুজনেরই ইগো ছিল। একসময়ের পরিচালক, সহ পরিচালকের সম্পর্কটা দুই পরিচালকের সম্পর্কে পরিণত হয়। আমরা দুজনেই হিট ছবি দিয়েছি। আমরা কখনও বসে থাকি নি, কেউ কখনও কাউকে জিগ্গেস করতাম না যে কী ভুল? তবে যশ আঙ্কেল মারা যাওয়ার পর আবারও পুরনো কথা ভুলে আমরা কথা বলা শুরু করি।
প্রসঙ্গত, ‘বাটলা হাউস’, ‘দিল্লি সাফারি’, ‘সালাম-ই-ইশক’, ‘পাতিয়ালা হাউস’ এবং ‘চাঁদনি চক টু চায়না’র মতো ছবি পরিচালনা করেছেন নিখিল আডবাণী।
For all the latest entertainment News Click Here