করণের সঙ্গে কফি খেতে পোশাকের পিছনে কত খসালেন আলিয়া? চমকে যাবেন!
করণ জোহরের কফি উইথ করণ সিজন ৭-এর প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই। শনিবার এই বহুচর্চিত টক শো-এর প্রথম ঝলক সামনে এনেছে ডিজনি প্লাস হটস্টার। এইবার টিভির পর্দায় নয়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্মেই স্ট্রিম করবে এই শো। করণের সঙ্গে কফির কাপে চুমুক দিতে হাজির হচ্ছেন একঝাঁক বলিউড সেলেব। রণবীরের হাত ধরেই করণের শো’তে হাজির হবেন আলিয়া। তবে রণবীর কাপুর নয়, রণবীর সিং। হ্যাঁ, ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ জুটিকে দেখা যাবে করণের শো’তে।
মা হতে চলার খবর দেওয়ার পর থেকেই সংবাদ শিরোনামে আলিয়া। কফি উইথ করণ-এর টিজারেও আলিয়ার ফ্যাশনেবল লুক সবার নজর কেড়েছে। আলিয়াকে দেখা গেল গোলাপি রঙা মিনি ড্রেসে। রঙা রঙা ববি প্রিন্টেড এই পোশাক কোথায় কিনবেন, এর দাম কত? এই নিয়ে যদি আপনার মাথাব্যাথা থাকে, তাহলে সেই উত্তর নিয়ে হাজির আমরা।
আলিয়ার এই ড্রেস লাক্সারি ক্লোথিং লেবেল Magda Butrym-এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। রণবীর ঘরণীর এই পোশাকের দাম শুনলে আপনি ভিরমি খেতে বাধ্য। আলিয়ার এই লুক পেতে আপনার গ্যাঁটগচ্ছা যাবে ৮৫,৮৯৯ টাকা। হ্যাঁ, এটাই এই মিনি ড্রেসের দাম। এই মূল্য চুকিয়ে এই এক্সক্লুসিভ পোশাক আপনার আলমারিবন্দি করে ফেলতেই পারেন।
আলিয়ার এই লং স্লিভ গোলাপি মিনি ড্রেসটিকে আরও চিত্তাকর্ষক করে তুলেছে লাল রঙের পাপড়ির প্যাটার্ন আর ডিপ নেকলাইন। পোশাকটির শোল্ডার প্যাডটি চাইলে খুলে ফেলতে পারেন। এই পোশাকটি একাধিক স্টাইলে পরা সম্ভব। যাতে প্রত্যেকবার মনে হবে আপনি নতুন কোনও ড্রেস পরেছেন।
এই ককটেল ড্রেসটির সঙ্গে একদম মিনিমালিস্টিক সাজে পাওয়া গেল আলিয়াকে। লাল হাই হিলস ছিল নায়িকার পায়ে। খোলা চুল তাঁর সৌন্দর্যে ‘চারচান্দ’ লাগালো। চোখে হালকা আইশ্যাডো, মাশকারা, সঙ্গে গ্লোয়িং স্কিন (এটা প্রেগন্যান্সি গ্লো কিনা জানা নেই), হালকা মেক-আপের উপর হাইলাইটার আর ব্লাস-অন লাগিয়েছেন অভিনেত্রী, ব্যাস কাউচে বসে কফির কাপে চুমুক দিতে দিতে দাম্পত্য জীবনের হট গসিপ শেয়ার করতে তৈরি আলিয়া!
For all the latest entertainment News Click Here