করণের কাজ কেড়ে নিলেন ভাইজান! বিগ বিস ওটিটি সঞ্চালনার দায়িত্বেও সলমন
বিগ বসের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সলমন খানের নাম। চলতি বছরের গোড়াতেই বিগ বস সিজন ১৬ সঞ্চালনার কাজ সাফল্যের সঙ্গে শেষ করেছেন ভাইজান। যদিও এমসি স্ট্যানের ট্রফি জয় নিয়ে কম বিতর্ক হয়নি। এবার শোনা যাচ্ছে বিগ বস ওটিটি-র দায়িত্বও নিজের কাঁধে নিচ্ছেন ভাইজান! হ্যাঁ, ২০২১ সালে বছর বিগ বস ওটিটির সূচনা করেছিল ভায়াকম এইন্টিন। যা সম্প্রচারিত হত ওটিটি প্ল্যাটফর্ম ‘ভুট’ (Voot)-এ। করণ জোহরের দেখা মিলেছিল এই শো-এর সঞ্চালক হিসাবে। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই ‘বিগ বস ওটিটি’র নতুন সিজন লঞ্চ হবে, আর সেখানে সবচেয়ে বড় চমক হতে চলেছেন সলমন খান!
হ্যাঁ, এবার তিন মাস ধরে সম্প্রচারিত হবে বিগ বস ওটিটি। টেলিচক্করের রিপোর্টানুসারে আগামী ২৯শে মে থেকে শুরু হবে বিগ বস ওটিটি, এবং ৬ সপ্তাহ শুধু Voot-এ সম্প্রচারিত হবে এই শো। তবে কারা প্রতিযোগী হতে চলেছে এই শো-এর সেই ব্যাপারে এখনও কোনও তথ্য হাতে আসেনি। ২০১০ সাল থেকে বিগ বস সঞ্চালনা করছেন সলমন খান। মাঝে ২০১৫ সালে বিগ বস হল্লা বোল হোস্ট করেছিলেন ফারহা খান। বিগ বস ওটিটি শুরু হলে সেই শো সঞ্চালনার দায়িত্ব বর্তে ছিল করণ জোহরের উপর। সলমন সেই জুতোয় পা গলাতে চলেছেন, এই খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় হইচই। নিন্দকরা বলছেন, ‘ভাইজান এবার করণের কাজও খেয়ে নিচ্ছেন’।
বিগ বস ওটিটি-র প্রথম সিজনে প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছিলেন রাকেশ বাপাট, শমিতা শেট্টি, জিশান খান, নিশান্ত ভাট, উরফি জাভেদ, নেহা ভাসিনরা। তবে শো-এর বিজয়ীর মুকুট ওঠে দিব্যা আগারওয়ালের (Divya Agarwal) মাথায়। অন্যদিকে এই শো-এর পর সোশ্যাল মিডিয়া সেনসেশন হিসাবে উঠে এসেছেন উরফি জাভেদ (Uorfi Javed)।
করণকে জোহর আপতত ব্যস্ত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে। দীর্ঘ সময় পর একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবির পরিচালকের আসনে করণ। এই ছবিতে লিড রোলে রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। ২৮শে জুলাই, ২০২৩ মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ব্যর্থতা ভুলে সলমনের পাখির চোখ আপতত ‘টাইগার ৩’। যশ রাজ ফিল্মসের এই স্পাই থ্রিলারে ফের ক্যাটরিনার সঙ্গে জুটিতে সলমন। ক্যামিও রোলে থাকছেন ‘পাঠান’ শাহরুখও।
For all the latest entertainment News Click Here