কয়েক বার আমাকে কাঁদতে দেখেছে স্ত্রী- কীসের যন্ত্রণা সুনীলের?
দেশের মাঠে টানা তিনটি ট্রফি (ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ কাপ) জয়ের পর রীতিমতো উচ্ছ্বসিত ইগর স্টিম্যাচের টিম। স্বস্তিতে রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রীও। সামনে বড় লড়াই। ক্যারিয়ারের শেষ এশিয়ান কাপ খেলতে চলেছেন সুনীল। টুর্নামেন্ট শুরু হতে এখনও অনেক দেরি। তবে তার আগে থেকেই ভাবনচিন্তা শুরু করে দিয়েছেন সুনীল ছেত্রী।
একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে নিজের ভাবনার কথাও জানিয়েছেন সুনীল। সেখানেই উঠে এসেছে নানা প্রসঙ্গ। ফুটবল থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন সুনীল। সেখানে শেষ কবে কেঁদেছিলেন, সেই বিষয়ে এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে ভারতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, ‘আমি শেষ কবে কেঁদেছি, সেই তারিখ মনে করতে পারব না। তবে মাঝে মাঝে আমি কাঁদি। আমার স্ত্রীও বেশ কয়েক বার আমাকে কাঁদতে ধরে ফেলেছে। আসলে জীবন সহজ নয় আপনি যেই হোন না কেন, প্রতিটি মানুষই কাঁদে।’
আরও পড়ুন: ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ হয়নি, তবু ISL খেলার ছাড়পত্র পাচ্ছে ইস্টবেঙ্গল
এদিকে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ চাইছেন, এশিয়া কাপের আগে এক মাসের একটি শিবির করতে। জাতীয় দলের তারকা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুও তাই চাইছেন। যা নিয়ে বেশ চর্চাও শুরু হয়েছে। এর মাঝেই সুনীল ছেত্রীও কোচ এবং গুরপ্রীতের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। তিনিও চান, এশিয়ান কাপের আগে দীর্ঘমেয়াদি শিবির করা হোক। পাশাপাশি ইরান, জাপান বা সৌদি আরবের মতো এশিয়ার সেরা দেশগুলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলারও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: বিশ্ব ফুটবলে লক্ষত্র পতন, প্রয়াত ব্যালন ডি’অর জয়ী বার্সার প্রাক্তন তারকা সুয়ারেজ
এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তান। সুনীল ছেত্রী বলেছেন, ‘অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তানের মতো দলের মুখোমুখি হবে বারত। এই কারণেই কোচ এবং গুরপ্রীত দীর্ঘমেয়াদী শিবিরের কথা বলেছেন, এবং আমি সত্যিই আশা করি, এই দীর্ঘ একটি শিবির আমরা পাব।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘যখন আপনি আইএসএল খেলবেন, তখন সমস্ত ছেলে আইএসএল-এর স্তরে অভ্যস্ত হবে- যা আমাদের দেশে প্রিমিয়াম স্তর। কিন্তু যখন আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলব, তখন আমাদের আইএসএল-এর মানের খেললে হবে না, আরও বেশি কিছু করতে হবে। আর সেই কারণেই যখন আমরা একসঙ্গে মিলিত হই এবং একসঙ্গে ট্রেনিং করি, তখন সেটা আমাদের মান বাড়াতে সাহায্য করবে। দীর্ঘ দিনের শিবিরের জন্য এটি একটি বড় কারণ।’
For all the latest Sports News Click Here