কয়েক ঘণ্টার মধ্যেই নামতে হয়েছে, ৪ গোল হজমের পর অজুহাত পাক সহকারী কোচের
ভারতের বিরুদ্ধে ৪ গোল হজম করে সাফ কাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচেই যে গোলের মালা পরতে হবে তা একেবারেই ভাবতে পারেনি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তবে এই ম্যাচের প্রথম থেকে নিজেদের ভুলের খেসারত দিতে হয় পাকিস্তানকে। শুরু থেকেই দাপট দেখান সুনীল ছেত্রীরা। যার ফলাফল হাতে নাতে পায় ভারত। ৪-০ গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ কাপ শুরু করল তারা।
তবে এই ম্যাচে দুই ফুটবলারদের মধ্যে ঝামেলা দেখা যায়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন ফুটবলাররা। বৃষ্টিস্নাত বেঙ্গালুরুতে লাল কার্ড দেখতে হয় ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচকে। তারপরই আরও রেফারিং নিয়ে মুখ খোলেন ভারতীয় দলের সহকারী কোচ। ভারত-পাক ম্যাচ মানেই যে স্নায়ুর লড়াই তা বলার অপেক্ষা রাখে না। শুধু ফুটবলেই নয়, ক্রিকেট হোক বা হকি, যে কোনও টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান মুখোমুখি হলে আলাদা উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক। এই ম্যাচেও তেমনই ঘটনা ঘটে।
তবে ভারতের বিরুদ্ধে হারের পর ফুটবলারদের পাশেই দাঁড়াল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বরং ভিসা সমস্যাকেই কাঠগড়ায় তুললেন পাকিস্তান দলের সহকারী কোচ টর্বেন উইটাজেস্কি। প্রসঙ্গত, ভিসা সমস্যার জন্য ভারতে আসতে সমস্যা হচ্ছিল পাকস্তান দলের। তারপর বিমান মিস করেন তারা। ১৭ ঘণ্টার সফর শেষে অবশেষে ম্যাচ শুরু হওয়ার ৭ ঘণ্টা আগে বেঙ্গালুরুতে আসেন সব পাক ফুটবলাররা। কোনও রকম প্রস্তুতি ছাড়াই ভারতের বিরুদ্ধে খেলতে নামতে হয় তাদের।
ভারতের বিরুদ্ধে ম্যাচ হারের পর পাকিস্তান ফুটবল দলের সহকারী কোচ জানান, ‘আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দিয়েছে। এই ফলাফলের জন্য ওদের কোনও রকম দোষারোপ করতে চাই না। কারণ আমরা ভিসা পেতে অনেকটা দেরি করে ফেলি। ম্যাচে নামার ১৬ ঘণ্টা আগে এখানে এসে পৌঁছই। একটা টুর্মামেন্ট খেলতে নামার আগে পর্যাপ্ত সময় আমরা পাইনি। কোনও রকম প্রস্তুতি ছাড়াই ভারতের বিরুদ্ধে নামতে হয়েছে আমাদের। বিদেশের মাটিতে এসে কোনও রকম প্রস্তুতি ছাড়াই খেলতে নেমেছি আমরা। কিন্তু তাও আমাদের ছেলেরা ভালো পারফরম্যান্স করেছে। ৪ গোল নিয়ে আমরা একেবারেই চিন্তিত নই। বরং আগামী ম্যাচের আগে আমরা নিজেরা সেট হয়ে যাব।’
তিনি আরও জানিয়েছেন, ‘যেকোনও টুর্নামেন্টে নামার আগে প্রস্তুতিটা খুব প্রয়োজন। বিশেষ করে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং দলের কোথায় সমস্যা হচ্ছে তা বুঝে নেওয়া যায়। কিন্তু আমরা তা পাইনি। একটু আগে ভিসা পেয়ে গেলে ভালো হত। সেক্ষেত্রে এই রকম পরিস্থিতির মুখে পড়তে হত না। ভবিষ্যতে যাতে এই রকম না হয় সেটাই দেখা এখন প্রধান কাজ। তবে আমরা যে পরিস্থিতিতে বেঙ্গালুরুতে এসেছে তারপর ছেলেদের থেকে ভালো পারফরম্যান্স একেবারেই আশা করা যায় না। তাও ওরা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে।’
For all the latest Sports News Click Here