কয়েকটি স্পোর্টস ফেডারেশন অ্যাথলিটদের উন্নতির পথে অন্তরায় হচ্ছে:- কিরেণ রিজিজু
শুভব্রত মুখার্জি: টোকিও গেমসে ভারত অভূতপূর্ব ফলাফল করেছে। ভারতের অলিম্পিক্স ইতিহাসে এইবারেই তারা সর্বোচ্চ পদক জিততে সমর্থ হয়েছে। একাধিক বিশেষজ্ঞের মতে ক্রীড়াবিদদের এই সাফল্যের নেপথ্যে অন্যতম কারিগর প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। তার পরিকল্পনা থেকে পরিকাঠামোর উন্নয়ন, বিদেশি কোচ থেকে বিদেশে অনুশীলন,স্পন্সর আনা থেকে প্রয়োজনীয় অর্থের যোগান ছোট থেকে ছোট আব্দার অত্যন্ত মনোযোগ দিয়ে সামলেছেন তিনি। সেই কিরেণ রিজিজুই শনিবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জনসমক্ষেই বলে ফেললেন। ভারতে কয়েকটি খেলার ক্ষেত্রে সেই অ্যাসোসিয়েশানের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন তিনি। তার মতে ফেডারেশন অনেক সময়তেই তার ক্রীড়াবিদের উন্নতির অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে যা একেবারেই কাম্য নয়।
তার মতে সেই অ্যাসোসিয়েশান বা ফেডারেশনকে সংশ্লিষ্ট ক্রীড়ার উন্নতির লক্ষ্যে কাজ করতে হবে। ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন তার বর্ণনাও তিনি দিয়েছেন। তিনি বলেন ‘ভারতে একাধিক স্পোর্টস ফেডারেশন রয়েছে। তাদের মধ্যে কয়েকজন বেশ প্রফেশনালি ব্যাপারটাকে সামলাচ্ছে। কয়েকটি ফেডারেশনের কর্তা ব্যক্তিরা তো নিজেদের কষ্টার্জিত টাকা দিয়েও অ্যাথলিটদের সহায়তা করছেন, পরিকাঠামো বানাচ্ছেন।’
এরপরেই তিনি যোগ করেন ‘কিন্তু কিছু ফেডারেশন রয়েছে আমি তাদের নাম নিচ্ছি না যারা অ্যাথলিটদের উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যে পদ্ধতিতে তারা ফেডারেশন চালাচ্ছে তা কোন মতেই তাদের অ্যাথলিটদের সহায়তা করবে না। খেলাটার ও উন্নতি ঘটবে না। সরকারকে বাধ্য হয়েই অ্যাথলিটদের স্বার্থে হস্তক্ষেপ করতে হয়েছে। যেসব ফেডারেশন ভালো পারফরম্যান্স করছে না এবার সময় এসেছে তাদের ভালো পারফরম্যান্স করার। আমি কখনও জনসমক্ষে এটা বলিনি তবে আমাকে ব্যক্তিগতভাবে ওই ফেডারেশনের কর্তাদের ফোন করে বকাবকি করতে হয়েছে। বলতে হয়েছে অ্যাথলিটরা যাতে কোনভাবেই সমস্যাতে না থাকে তা দেখতে। দেশে স্পোর্টস সংস্কৃতি বলে সেভাবে কিছু ছিল না। কিন্তু ধীরে ধীরে তা তৈরি হয়েছে এবং উন্নয়নের পথে এগিয়ে চলেছে।’
For all the latest Sports News Click Here