কম সময়ের ব্যবধানে মা হওয়া নিয়ে কটাক্ষ! গর্ভপাত করাব? প্রশ্ন দেবিনার
দ্বিতীয় বার মা হতে চলেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। মাস চারেক আগেই জন্মদিন দিয়েছিলেন প্রথম সন্তানের। অল্প সময়ের ব্যবধানে ফের অন্তঃসত্ত্বা হওয়ায় প্রশ্নের মুখে অভিনেত্রী।
ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন দেবিনা। অর্থাৎ অনুরাগীরা প্রশ্ন করবেন, তিনি উত্তর দেবেন। সেখানেই তাঁর উদ্দেশে জনৈক ব্যক্তির বার্তা, ‘আমার মনে হয়, দ্বিতীয় বার মা হওয়ার আগে আপনার লিয়ানাকে আরও একটু সময় দেওয়া উচিত ছিল। যাই হোক, শুভেচ্ছা রইল।’ অনুরাগীর এই উপদেশ বঙ্গতনয়া যদিও বিশেষ ভালো ভাবে নেননি। উত্তরে তিনি লেখেন, ‘আপনাকে একটা প্রশ্ন করি। যাঁরা যমজ সন্তানের জন্ম দেন, তাঁরা কী ভাবে দু’জনকেই সামলান?’
দেবিনার কাছে প্রথম বার মা হওয়ার অভিজ্ঞতা মোটেই সহজ ছিল না। একাধিক সাক্ষাৎকারে সে কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, আইভিএফ পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে গিয়ে কোন কোন শারীরিক জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।
(আরও পড়ুন: ‘এত্তো তাড়া!’ মেয়ের বয়স সবে ৪ মাস, দ্বিতীয়বার মা হচ্ছেন এই বাঙালি অভিনেত্রী)
প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন। দ্বিতীয় বার মা হওয়ার আগে একটা বছর অপেক্ষা করলে হত না? দেবিনাকে এক অনুরাগীর প্রশ্ন। অভিনেত্রী সপাট জবাব, ‘যা ঘটেছে, সেটাকে আমি ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করি। এমন পরিস্থিতে আমার কী করা উচিত বলে আপনার মনে হয়? গর্ভপাত করাব?’
(আরও পড়ুন: বাচ্চা সামলাতে পারেন না দেবিনা! ট্রোলারের মুখ বন্ধ করতে কড়া জবাব বাঙালি কন্যের!)
গত এপ্রিল মাসে কন্যাসন্তানের জন্ম দেন দেবিনা। নেটমাধ্যমে সুখবর দিয়েছিলেন তাঁর স্বামী অভিনেতা গুরমিত চৌধুরী। লিখেছিলেন, ‘আমাদের কন্যাসন্তান হয়েছে। সকলের ভালবাসা এবং আশীর্বাদের জন্য কৃতজ্ঞ আমরা।’
মঙ্গলবার সকালে সকলকে চমকে দিয়ে একটি মিষ্টি ছবি পোস্ট করে ফের মা হওয়ার খবর দেন মুম্বইয়ের বাঙালিনী। দেবিনাকে পরম যত্নে জড়িয়ে গুরমিত, তাঁর কোলে লিয়ানা। হবু মায়ের হাতে নিজের সোনোগ্রাফির রিপোর্ট। বিবরণীতে তিনি লেখেন, ‘কিছু কিছু সিদ্ধান্ত স্বয়ং ঈশ্বর নেন। যা বদলে ফেলা যায় না। এটি তেমনই একটি আশীর্বাদ। আমাদের পূর্ণতা দিতে আসছে দ্বিতীয় সন্তান।’
For all the latest entertainment News Click Here