কমেন্ট্রি বক্স থেকে মাঠে ফিরছেন হরভজন, টক্কর আফ্রিদি, রিজওয়ান, শাকিবদের সঙ্গে
কমেন্ট্রি বক্স থেকে ফের মাঠে ফিরছেন হরভজন সিং। এবার সর্দার টক্কর দেবেন শাকিব আল হাসান, মহম্মদ রিজওয়ান, শাহিদ আফ্রিদি, ক্রিস গেইলদের সঙ্গে। আসন্ন গ্লোবাল টি-২০ কানাডার জন্য ব্রাম্পটন উলভসে যোগ দিলেন টার্বুনেটর।
এক্ষেত্রে ভাজ্জির সতীর্থ হিসেবে দেখা যাবে কলিন ডি’গ্র্যান্ডহোম, টিম সাউদি, মার্ক চাপম্যানদের। এবছর গ্লোবাল টি-২০ কানাডায় মাঠে নামবেন আন্দ্রে রাসেল, রাসি ভ্যান ডার দাসেন, রিজা হেনড্রিক্স, নবীন উল হক, ক্রিস লিন, কার্লোস ব্রাথওয়েট, লিটন দাসের মতো তারকারাও। প্লেয়ার ড্রাফটের পরে গ্লোবাল টি-২০ কানাডার ৬টি দলের স্কোয়াডে চোখ রাখা যাক।
ব্রাম্পটন উলভস: হরভজন সিং, কলিন ডি’গ্র্যান্ডহোম, টিম সাউদি, মার্ক চাপম্যান, উসামা মীর, হুসেন তালাত, উসমান খান, লোগান ভ্যান বীক, নিকোলাস ফ্রাইলিঙ্ক, ম্যাক্স ও’দাউদ, জেরেমি গর্ডন, অ্যারন জনসন, রিজওয়ান চিমা, শাহিদ আহমেদজাই, ঋষভ যোশি ও গুরপাল সিং সিধু।
ভ্যাঙ্কুভার নাইটস: মহম্মদ রিজওয়ান, রাসি ভ্যান ডার দাসেন, নবীন উল হক, রিজা হেনড্রিক্স, করবিন বশ, নাজিবউল্লাহ জাদরান, জুনাইদ সিদ্দিকি, ভৃত্য অরবিন্দ, কার্তিক মেইয়াপ্পম, রুবেন ট্রাম্পেলম্যান, রবীন্দরপাল সিং, হর্ষ ঠাকের, রায়ান পাঠান, নবাব সিং, মহম্মদ কামাল ও কানওয়ার।
মন্ট্রিয়াল টাইগার্স: শাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শেরফান রাদারফোর্ড, কার্লোস ব্রাথওয়েট, মহম্মদ আব্বাস আফ্রিদি, জাহির খান, মহম্মদ ওয়াসিম, আকিফ রাজা, আয়ান খান, দীপেন্দ্র আইরি, কালিম সানা, শ্রীমন্ত উইজেরত্নে, ম্যাথিউ স্পুরস, বীজপেন্দ্র সিং, দিলপ্রীত সিং ও অনুপ চিমা।
টরন্টো ন্যাশনালস: কলিন মুনরো, শাহিদ আফ্রিদি, ফজলহক ফারুকি, জামান খান, সাইম আয়ুব, আব্দুল্লা শফিক, হামজা তারিক, জেরার্ড এরাসমাস, জোনাথন স্মিথ, ফারহান মালিক, সাদ বিন জাফর, নিকোলাস কার্টন, আরমান কাপুর, সারমাদ আনোয়ার, রোমেল শেহজাদ ও উদয়া ভগবান।
সারে জাগুয়ারস: অ্যালেক্স হেলস, ইফতিকার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, লিটন দাস, করিম জানাত, মহম্মদ হ্যারিস, সন্দীপ লামিছানে, আয়ান খান, যতিন্দর সিং, বার্নার্ড স্কলটজ, পরগত সিং, দিলন হেইলিগার, অমর খালিদ, সানি মাথারু, শীল প্যাটেল ও কইরভ শর্মা।
For all the latest Sports News Click Here