কমলা টুপির দৌড়ে সকলকে পিছনে ফেললেন ফ্যাফ, দেখুন বেগুনি টুপির দৌড়ে রয়েছেন কারা
আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত কমলা টুপির দৌড়ে বিদেশি খেলোয়াড় এবং বেগুনি টুপির দৌড়ে এগিয়ে ভারতীয় খেলোয়াড়রা। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা। আইপিএল ২০২৩-এর অরেঞ্জ এবং পার্পল ক্যাপ রেস এবার বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। একদিকে বিদেশি খেলোয়াড়, অন্যদিকে ভারতীয় খেলোয়াড়দের দুরন্ত পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। অরেঞ্জ ক্যাপ অর্থাৎ টুর্নামেন্টে সর্বাধিক রান করা খেলোয়াড়দের শীর্ষ পাঁচ তালিকায় ৩ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। যেখানে পার্পল ক্যাপ অর্থাৎ টুর্নামেন্টে সর্বাধিক উইকেট নেওয়া শীর্ষ পাঁচ খেলোয়াড়ের মধ্যে চার জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। এমনকি আইপিএল-এর ১৬ তম আসরে, সর্বাধিক হাফ সেঞ্চুরি করা পাঁচজন খেলোয়াড়ের মধ্যে চার জন বিদেশি খেলোয়াড়।
আরও পড়ুন… শাহরুখের KKR -কে হারিয়ে LSG-RR কে পিছনে ফেলে IPL 2023-এ প্রথমবার শীর্ষে পৌঁছাল ধোনির CSK
আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিকেটার হয়েছেন আরসিবি-র ওপেনার ফ্যাফ ডুপ্লেসি। ব্যাঙ্গালোরের এই তারকা ৭ ইনিংসে ৪০৫ রান করে সকলের উপরে রয়েছেন। দুই নম্বরে আছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে, যিনি একই সংখ্যক ম্যাচে ৩১৪ রান করেছেন। তালিকার তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নার। যিনি ৬ ইনিংসে ২৮৫ রান করেছেন। চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি, যিনি সাত ইনিংসে ২৭৯ রান করেছেন এবং পাঁচ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তাঁর রান সংখ্যা ২৭০।
আরও পড়ুন… IPL -এ বিরাটের ‘জুজু’ ২৩ এপ্রিল! এই দিনেই একাধিকবার ‘গোল্ডেন ডাক’ হয়েছেন কোহলি
৪০৫ রান – ফাফ ডুপ্লেসিস
৩১৪ রান – ডেভন কনওয়ে
২৮৫ রান – ডেভিড ওয়ার্নার
২৭৯ রান – বিরাট কোহলি
২৭০ রান – রুতুরাজ গায়কওয়াড়
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
অন্যদিকে, আমরা যদি আইপিএলের ১৬ তম মরশুমের বেগুনি টুপির দৌড়ের কথা বলি, তবে এই সময়ে এই ক্যাপটি আরসিবি-র পেসার মহম্মদ সিরাজের মাথায় শোভা পাচ্ছে। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি। পঞ্জাব কিংসের ফাস্ট বোলার আর্শদীপ সিংও ৭ ইনিংসে একই সংখ্যক উইকেট পেয়েছেন। একই সময়ে রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল ৭ ইনিংসে ১২ উইকেট পেয়েছেন। রশিদ খানও একই সাফল্য পেয়েছেন ৭ ইনিংসে। CSK পেসার তুষার দেশপান্ডে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন।
১৩ উইকেট- মহম্মদ সিরাজ
১৩ উইকেট- আর্শদীপ সিং
১২ উইকেট – যুজবেন্দ্র চাহাল
১২ উইকেট- রশিদ খান
১২ উইকেট- তুষার দেশপান্ডে
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here