কমলা ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল সুপার জায়ান্টস, MI-কে টপকে দুইয়ে উঠল সানরাইজার্স
শুধু টুর্নামেন্টের সেরাই নয়, বরং ব্যক্তিগত টি-২০ কেরিয়ারের সেরা বোলিং করে রোয়েলফ ভ্যান ডার মারউই জেতালেন সানরাইজার্স ইস্টার্ন কেপকে। এসএ-২০’র ১৯তম লিগ ম্যাচে ডারবানস সুপার জায়ান্টসকে খড়কুটোর মতো উড়িয়ে দেয় সানরাইজার্স।
অরেঞ্জ আর্মির জয়ের মঞ্চ প্রস্তুত করেন ব্যাটসম্যানরা। সেই সঙ্গে বোলিং ও ফিল্ডিংয়েও দুর্দান্ত পারফর্ম্য়ান্স উপহার দেয় সানরাইজার্স। সব মিলিয়ে ক্রিকেটের তিন বিভাগেই সুপার জায়ান্টসকে টেক্কা দিয়ে একতরফা জয় তুলে নেয় সানরাউজার্স। সেই সুবাদে তারা এমআই-কে টপকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে।
সেন্ট জর্জেস পার্কে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স ইস্টার্ন কেপ। তারা নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। আগ্রাসী হাফ-সেঞ্চুরি করেন দুই ওপেনার অ্যাডাম রসিংটন ও জর্ডন হার্মান। অল্পের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন ক্যাপ্টেন এডেন মার্করাম।
রসিংটন ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন। জর্ডন ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৯ রান করে মাঠ ছাড়েন। মার্করাম ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ত্রিস্তান স্টাবস ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৭ রান করে নট-আউট থাকেন। সুপার জায়ান্টসের হয়ে ১টি উইকেট নেন ডোয়েন প্রিটোরিয়াস।
জবাবে ব্যাট করতে নেমে সুপার জায়ান্টস ১৪.৪ ওভারে মাত্র ৮৬ রানে অল-আউট হয়ে যায়। ১২৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে সানরাইজার্স ইস্টার্ন কেপ।
সুপার জায়ান্টসের হয়ে সব থেকে বেশি ২৯ রান করেন উইয়ান মাল্ডার। এছাড়া কেশব মহারাজ ১২ ও কাইল মায়ের্স ১১ রানের যোগদান রাখেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। খাতা খুলতে পারেননি কুইন্টন ডি’কক। ১ রান করে মাঠ ছাড়েন এনরিখ ক্লাসেন। জেসন হোল্ডার ৭, প্রিটোরিয়াস ৩ ও কিমে পল ৭ রান করে মাঠ ছাড়েন।
ভ্যান ডার মারউই ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ৬টি উইকেট দখল করেন। দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ লিগে প্রথম বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। এটিই তাঁর টি-২০ কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স।
এই জয়ের সুবাদে ৭ ম্য়াচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে সানরাইজার্স। ৬ ম্য়াচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। ৬ ম্য়াচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে এমআই কেপ টাউন।
For all the latest Sports News Click Here