কমনওয়েলথে অংশ নেবেন না ‘আধা ফিট’ মীরাবাই, জাতীয় ক্যাম্প থেকে বিতাড়িত জেরেমি
শুভব্রত মুখার্জি: চোট থেকে এখনও পুরোপুরি মুক্ত নন অলিম্পিক গেমসে পদকজয়ী মীরাবাই চানু। ফলে আসন্ন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে খেলা হবে না তাঁর। মাস দেড়েক আগে তিনি তাঁর থাইয়ে চোট পেয়েছিলেন। সেই চোট এখনও সারেনি পুরোপুরি। চিকিৎসকদের মতে, এখন ৯৫ শতাংশ ফিট মীরাবাই। ফলে ‘আধা ফিট’ মীরাবাইয়ের নামা হচ্ছে না কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে। বর্তমানে আমেরিকাতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তবে দিনের সব থেকে বড় খবরটি হল জাতীয় ক্যাম্প থেকে বিতাড়িত হলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক। কমনওয়েলথ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জেরেমি লালরিনুঙ্গাকে কথা না শোনার জন্য জাতীয় শিবির থেকে বের করে দেওয়া হল। তাঁর পিঠের চোট সারাতে ফেডারেশনের তরফে তাঁকে আমেরিকা যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সে কথা শুনে আমেরিকা যেতে রাজি না হওয়ার ফলেই তাঁকে জাতীয় শিবির থেকে বিতাড়িত হতে হয়েছে।
পাশাপাশি এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালেও নামতে পারেননি তিনি। ভারতীয় ভারোত্তোলন সংস্থার প্রেসিডেন্ট সহদেব যাদব বলেছেন, ‘জেরেমি যখন প্রথম চোট পায়, তখন আমরা ওকে সেন্ট লুইস যাওয়ার কথা বলি। আমরা টপসের (টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম) সঙ্গেও কথা বলেছিলাম, তবে ও যেতে রাজি হয়নি। ও খুব প্রতিভাবান একজন ক্রীড়াবিদ। তবে এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালও দেয়নি। আর সেই কারণেই ওকে আমরা জাতীয় শিবির থেকে বিতাড়িত করেছি। ওকে পারফরম্যান্স করেই ফের ফিরে আসতে হবে।’
অন্যদিকে আগামী সপ্তাহে ভারতে হতে চলা কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে থাইয়ের চোটের কারণে খেলতে পারবেন না অলিম্পিক্সে রুপো জয়ী মীরাবাই চানু। চানু এই মুহূর্তে আমেরিকার সেন্ট লুইসে রয়েছেন। সেখানে ৬৫ দিনের অনুশীলন শিবিরে রয়েছেন তিনি। ডাক্তার অ্যারন হর্সচিগের তত্ত্বাবধানে চলছে তাঁর রিহ্যাব।
তবে সেপ্টেম্বর মাসে এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে চানু লড়াই করতে পারবেন বলেই আশা ডাক্তারদের। ফেডারেশনের প্রেসিডেন্ট যাদব জানিয়েছেন, ‘মাস দেড়েক আগে মীরাবাই অভিযোগ জানিয়েছিল, ওর থাইয়ের চোট নিয়ে। ফলে আমরা সঙ্গে সঙ্গে ওকে আমেরিকা পাঠানোর প্রস্তুতি নিয়ে ফেলি। সেখানেই সেন্ট লুইসে এই মুহূর্তে রিহ্যাবে রয়েছে ও। ৯৫ শতাংশ ফিট হয়ে গেছে। ট্রেনিংও শুরু করেছে ও।’
For all the latest Sports News Click Here