‘কভি আর কভি পার’, কোমর দুলিলে উদ্দাম নাচ লক্ষ্মী কাকিমার, দেখে হাঁ সকলে!
প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়েছেন লক্ষ্মী কাকিমা। সেরা দশে জায়গা করে নিয়ে বুঝিয়ে দিয়েছেন লম্বা রেসের ঘোড়া তিনি। সংসারের হাল একার হাতে সামলান, আবার ‘লক্ষ্মী ভাণ্ডার’-এর যাবতীয় জিম্মাও তাঁর কাঁধে। প্রকৃত অর্থেই দশভূজা তিনি। তবে লক্ষ্মী কাকিমা যে দুর্দান্ত নাচেন সেটা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি নিজেই। শুক্রবার নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে লক্ষ্মী কাকিমার সেট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অপরাজিতা আঢ্য, যা দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের।
আসলে ঘন্টার পর ঘন্টা শ্যুটিং সেটে থাকতে থাকতে অনস্ক্রিন পরিবারের সঙ্গে একটু হাসিঠাট্টা আর আড্ডা তো চলেই। আর আজকাল অভিনেতারা শ্যুটিং সেটে কাজ থেকে একটু ব্রেক নিতে বানিয়ে ফেলেন রিল ভিডিয়ো। তেমনটাই ঘটল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর সেটে। সহ-অভিনেত্রীদের নিয়ে কোমর দুলিয়ে জমিয়ে নাচলেন লক্ষ্মী কাকিমা। এই দাপুটে অভিনেত্রী বরাবরই ভালো নাচেন সেকথা সবার জানা। এদিন রবীন্দ্রনৃত্য বা সেমি-ক্লাসিক্যাল নাচের তালেই পা মেলাতে দেখা গিয়েছে অপরাজিতা আঢ্যকে। সে জায়গায় অভিনেত্রীর এমন কোমর দুলিয়ে নাচ দেখে হয়রান অনেকেই।
অভিনেত্রী সেই ভিডিয়ো শেয়ার করবার কয়েক মুহূর্তের মধ্যেই তা হইচই ফেলেছে ইনস্টাগ্রামে। ভিডিয়োতে তাঁতের শাড়িতে লক্ষ্মী কাকিমার সোয়্যাগ দেখে মুগ্ধ সব্বাই। এই সিরিয়ালের সঙ্গে দীর্ঘ সময় পর টিভির পর্দায় কামব্যাক করেছেন অপরাজিতা। মাঝে নন-ফিকশন শো-তে তাঁকে দেখা গিয়েছিল বটে তবে সিরিয়ালের জগত থেকে দূরেই ছিলেন অভিনেত্রী।
প্রথম সপ্তাহে ৭.৯ রেটিং পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। টিআরপির লড়াইয়ে পিছিয়ে পড়া জি বাংলার অনেক আশা এই সিরিয়ালকে ঘিরে। আগামিদিনে কী চমক অপেক্ষা করছে? সেটাই এখন দেখবার।
For all the latest entertainment News Click Here