‘কভি অলভিদা…’র শ্যুটিংয়ে প্রত্যেককে নিয়ে ঝামেলা হত! ১৭ বছর পরে ফাঁস করলেন করণ
দেখতে দেখতে এই বিনোদন জগতে ২৫ বছর পূরণ করতে চলেছেন করণ জোহর। আর তাঁর কেরিয়ার থেকে তাঁর পরিচালিত সিনেমাগুলোর দিকে তাকালেই বেশ বোঝা যাবে যে তিনি দর্শকদের পছন্দ অপছন্দ ঠিক কতটা বোঝেন বা জানেন। তবে অনেক অনেক কাজের মধ্যে কিছু কাজ থেকে যায় যা আমাদের বেশ পছন্দের কাছের। করণের বানানো তেমনই একটি ছবি হল ‘কভি অলভিদা না কেহনা’। তারকা খচিত এই ছবিটি দর্শকদের মনে বিশেষ ভাবে গেঁথে গিয়েছিল। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, প্রমুখকে এই ছবিতে দেখা গিয়েছিল। ছিলেন প্রীতি জিন্টাও। এই ছবিটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। ছবি মুক্তির এত বছর পর করণ ছবিটির বিষয়ে একাধিক অজানা কথা প্রকাশ্যে আনলেন।
করণ তাঁর আত্মজীবনী ‘অ্যান আনসুটেবল বয়’তে এই ছবির সেটের বিষয়ে নানা কথা লিখেছিলেন। সেখানে তিনি বলেন অভিষেক বচ্চনের তাঁর চরিত্র নিয়ে কোনও জিজ্ঞাস্য বা প্রশ্ন ছিল না। প্রীতি আর রানি তাঁদের নিজ নিজ চরিত্র নিয়ে যথেষ্ট কনসার্ন ছিলেন বলেই এই বইতে জানান পরিচালক। তাঁর কথায় রানি নাকি এখানে এমন একটা সিন চাইছিলেন যেখানে তিনি তাঁর কাজের ব্যাখ্যা দিতে পারেন। আবার প্রীতির দাবি ছিল অন্য। তিনি জানতে চাইছিলেন এই ছবিতে তাঁর স্বামী কি তাঁকে আদৌ র ভালোবাসে নাকি না। এমনকি খোদ শাহরুখ খান যিনি কিনা কোনও সিন এক টেকে দিয়ে দেন তিনিও এই ছবিতে যথেষ্ট গন্ডগোল পাকিয়ে ছিলেন বলেই জানান করণ। একটা লাইন বলতে বেশ কয়েকবার করে হোঁচট খেতেন অভিনেতা! মানে পাতি ভাষায় বলতে গেলে সে একেবারে ল্যাজে গোবরে অবস্থা আর কী! বাধ্য হয়ে করণকে নাকি সেটে চিৎকারও করতে হয়। অমিতাভ বচ্চনেরও নাকি তাঁর চরিত্র নিয়ে যথেষ্ট বক্তব্য ছিল বলেই জানান ‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত পরিচালক।
যদিও এত সমস্যা এত কিছু পরেও করণ আদিত্য চোপড়ার কোনও সাজেশন নেননি। বরং নিজের আত্মবিশ্বাসের উপর ভর দিয়ে যেটা ঠিক বলে মনে হয়েছে সেটা করে গিয়েছেন শেষ পর্যন্ত। এবং সেটার পরিণাম তারপর সকলেই দেখেছেন। ছবিটা বক্স অফিসে ব্যাপক সাড়া পেয়েছিল।
For all the latest entertainment News Click Here