কব্জির মোচড়ে বল গেল গ্যালারিতে, ৯০-এর স্মৃতি ফেরালেন আজহারউদ্দিন
শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক অনন্য জায়গা করে নিয়েছেন সিনিয়র দলের হয়ে খেলা দুই হায়দরাবাদি ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন এবং ভিভিএস লক্ষ্মণ। দুই ক্রিকেটারের ব্যাটিংয়ের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল তাদের শট খেলার ক্ষেত্রে কব্জির ব্যবহার। কব্জির মোচড়ে পেসার হোক বা স্পিনার সকলকেই হেলায় বাউন্ডারির ওপারে ফেলতে একাধিকবার সক্ষম হয়েছিলেন এই দুই ‘রিস্টি’ ব্যাটার। বলা যায় বিশ্ব ক্রিকেটে কব্জির মোচড়ে অফ স্ট্যাম্পের বলকে ও যে লেগ সাইড দিয়ে বাউন্ডারিতে পাঠানো যায় তা প্রথম দেখিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। দীর্ঘদিন হয়েছে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আজহার। তবে তার ব্যাটিং স্কিল যে এখন ও অটুট তার একবার ফের প্রমাণ দিলেন তিনি। শারজাতে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হওয়া এক টুর্নামেন্টে এক অসাধারণ ছয় মেরে ৯০-এর দশকের স্মৃতি কার্যত উস্কে দিলেন তিনি।
২০২২ সালের ইউএই ফ্রেন্ডশিপ কাপের খেলা অনুষ্ঠিত হয়ে গছল আমীরশাহির আইকনিক শারজা ক্রিকেট গ্রাউন্ডে। ৭ মার্চ, ২০২২ সালে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও খেলা হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টেই ৯০-এর দশকের স্মৃতি উস্কে দিলেন আজহারউদ্দিন। একাধিক অবসরপ্রাপ্ত ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ৫ মার্চ বিশ্ব লেজেন্ডেস একাদশ বনাম ভারতীয় লেজেন্ডস একাদশের মধ্যেকার ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের সূচনা হয়েছিল। প্রথম ম্যাচের ৮ ওভার বল করছিলেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান।
দিলশানের বিরুদ্ধেই ওই ওভারের তৃতীয় বলে এক অসাধারণ ছয় মেরে কার্যত ৯০-এর স্মৃতিচারণ করালেন সমর্থকদের। ওই বলে আজহার স্টেপ আউট করে মিড উইকেটের উপর দিয়ে কব্জির মোচড়ে বলকে একেবারে বাউন্ডারির সীমানা পার করে দেন। এক অসাধারণ ছয়ে ফিরিয়ে আনেন পুরনো দিনের স্মৃতি। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১০ ওভারে বিশ্ব একাদশ ১৩৯ রান করেছিল। আসগার আফগান মাত্র ১৮ বলে ৪৮ রান করেন। জবাবে ভারতীয় দল ১০ ওভারে মাত্র ৬৬ রান করতে সমর্থ হয়। একমাত্র জয়প্রকাশ যাদব ১৩ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলতে সমর্থ হন।
For all the latest Sports News Click Here