কবে জাতীয় দলে ফিরবেন জাদেজা? BCCI কুলুপ আটলেও, স্পষ্ট ইঙ্গিত দিলেন অশ্বিন
রবীন্দ্র জাদেজা শেষ বার ভারতের হয়ে খেলেছেন চার মাস সাত দিন আগে। ২০২২ এশিয়া কাপের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে শেষ বার খেলার পর থেকে তারকা অলরাউন্ডার হাঁটুর চোটের জেরে ভুগছেন। তাঁর অস্ত্রোপচারও করতে হয়েছিল। এই মুহূর্তে জাদেজা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে আছেন। এবং নিজে যে ফিট হয়ে উঠছেন, সেই ভিডিয়োও আপলোড করছেন। যে ভিডিয়ো দেখে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।
তবে বিসিসিআই এবং নির্বাচকেরা জাদেজার প্রত্যাবর্তন সম্পর্কে কোনও তথ্যই দিচ্ছে না। জাদেজার দলে ফেরার কোনও নির্দিষ্ট তারিখ বা সময়ও প্রকাশ করা হয়নি। মাঝে মাঝে নির্বাচকেরা জসপ্রীত বুমরাহের ফিরে আসার বিষয়েও ইঙ্গিত দিলেও, জাদেজা সম্পর্কে কোনও মন্তব্য তাঁরা করেননি
আরও পড়ুন: ওর বল সহজে অনুমান করা যায়- উমরানকে বৈচিত্র্য আনার পরমার্শ দিলেন পাক প্রাক্তনী
তবে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই রহস্যের অবসান ঘটিয়েছে। অন্তত তাঁর মন্তব্যে তেমনটাই বলে মনে হচ্ছে। ভারতের সিনিয়র স্পিনার জানিয়েছেন, কখন ভারতের জার্সিতে ফিরতে চলেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। তাঁর মতে, তিনি নিশ্চিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাইপ্রোফাইল সিরিজে জাডেজা দলে ফিরে আসবেন। আগামী মাস থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফির হাত ধরেই ফের জাতীয় দলে ফিরবেন অশ্বিন। এবং জাদেজাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই দলে ফিরবেন বলে আত্মবিশ্বাসী তারকা স্পিনার।
অশ্বিন দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘যখনই ঘরের মাঠে কোনও সিরিজ হয়, আমি তার জন্য অত্যন্ত পরিশ্রম করি। আমি আশা করছি (রবীন্দ্র) জাদেজা ফিরে আসবে (ফিট হয়ে)। আরও কিছু অ্যাঙ্গেল এক্সপ্যান্ড করতে চাই আমি। আমার মাথায় কিছু বিষয় রয়েছে। আমি দেখেছি অস্ট্রেলিয়া নিজেদের দেশে কেমন খেলছে। আমি অন্য কিছু অ্যাঙ্গেলে, কিছু নতুন বিষয়ে কাজ করার বিষয় ভাবছি।’
আরও পড়ুন: T20 WC-এ ব্যর্থতার পরেও ফের চেতন শর্মা প্রধান নির্বাচক, বাকিরা নতুন মুখ
শেষ বার ভারত যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল সেখানে ব্যাট এবং বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দুই বারই আউট করেছিলেন বিপজ্জনক স্টিভ স্মিথকে। শুধু বল হাতেই বাজিমাত করেননি অশ্বিন, ব্যাট হাতেও কামাল করেছিলেন। তিনি ১২৮ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস দুর্দান্ত খেলেছিলেন, যার ফলে ম্যাচটি ড্র হয়েছিল।
রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছে, তিনি এই সিরিজের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁর দাবি, ‘আমি নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমি স্বপ্ন দেখছি (এই সিরিজে ভাল পারফর্ম করার) এবং যোগাও করছি। গত এক বছর বা তারও বেশি সময় ধরে যোগা করি আমি। এটা আমাকে আরও ভালো থাকতে সাহায্য করে। ব্যাটিংয়ের জন্যও অনেক পরিশ্রম করছি। গত ১৮ মাস বা তার বেশি সময় ধরে আমার ব্যাটিংয়ের উন্নতি ঘটেছে।’
For all the latest Sports News Click Here