কবে খেলা হবে মেয়েদের IPL? ক’টি দল খেলবে? ক’জন বিদেশি খেলোয়াড় মাঠে নামানো যাবে?
২০২৩ সাল থেকেই যে ওমেনস টি-২০ চ্যালেঞ্জের বদলে পূর্ণ দৈর্ঘ্যের মেয়েদের আইপিএল শুরু হতে চলেছে, সেখবর আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই। এবার জানা গেল মেয়েদের আইপিএলের সম্ভাব্য দিনক্ষণ। ইঙ্গিত মিলল টুর্নামেন্টের ফর্ম্যাট ও উল্লেখযোগ্য কিছু নিয়ম বদলেরও।
কবে অনুষ্ঠিত হবে মেয়েদের আইপিএল:
২০২৩ সালের মার্চে বসতে পারে মেয়েদের ইন্ডিয়ার প্রিমিয়র লিগের পূর্ণাঙ্গ আসর। ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই শুরু হবে মেয়েদের আইপিএল, এমনটাই খবর। কতদিল ধরে চলবে মেয়েদের আইপিএল, তা এখনও নিশ্চিত হয়নি। তবে ছেলেদের আইপিএল শুরুর আগেই টুর্নামেন্ট শেষ করা হবে বলে খবর। মার্চের শেষের দিকেই অনুষ্ঠিত হবে পারে মেয়েদের আইপিএলের ফাইনাল ম্যাচ।
ক’টি দল অংশ নেবে টুর্নামেন্টে:
ওমেনস টি-২০ চ্যালেঞ্জে ৩টি দল অংশ নিত। তবে মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএলে মোট ৫টি দল অংশ নেবে। প্রতিটি দল লিগে একে অপরের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে।
টুর্নামেন্টে মোট ক’টি ম্যাচ খেলা হবে:
মোট ২০টি লিগ ম্যাচ খেলা হবে। লিগের এক নম্বর দল সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল নিজেদের মধ্যে এলিমিনেটর খেলবে। যাতা জিতবে, তারা এক নম্বর দলের সঙ্গে ফাইনাল খেলবে। সুতরাং, টুর্নামেন্টে মোট ২২টি ম্যাচ খেলা হবে।
কতজনের স্কোয়াড গড়ে নেওয়া যাবে:
প্রতিটি দলে মোট ১৮ জন করে ক্রিকেটার থাকবে। সর্বোচ্চ ৬ জন বিদশি ক্রিকেটার স্কোয়াডে নেওয়া যাবে। যদিও ম্যাচে ৫জন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে, যাঁদের মধ্যে ৪ জন পূর্ণ সদস্য দেশের হতে পারে এবং একজনকে বাধ্যতামূলকভাবে সহযোগী দেশের ক্রিকেটার হতে হবে।
ক’টি মাঠে অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্ট:
৫ দলের টুর্নামেন্ট হওয়ায় হোম-অ্যাওয়ে ভিত্তিতে প্রতিদিন ভিন্ন ভিন্ন শহরে ম্যাচ আয়োজন চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে। তাই ক্যারাভ্যান মডেলে অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্ট। প্রথম ১০টি ম্যাচ একটি কেন্দ্রে এবং পরের ১০টি ম্যাচ অন্য কেন্দ্রে আয়োজিত হতে পারে। এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ এক্ষেত্রে ভিন্ন একটি কেন্দ্রে আয়োজিত হতে পারে।
For all the latest Sports News Click Here