কবে আসছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’? সত্যজিতের জন্মবার্ষিকীতে ফাঁস করলেন সৃজিত-টোটা
ফের একবার ওটিটি প্ল্যাটফর্মে সত্যজিতের ফেলুদাকে হাজির করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক, অভিনেতা এক থাকলেও বদলেছে প্ল্যাটফর্ম! হ্যাঁ, এবার আড্ডাটাইমস নয়, হইচই-তে দেখা যাবে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। সোমবার সত্যজিত রায়ের ১০১তম জন্মবার্ষিকীর দিনই বাঙালির সত্যজিত রায় প্রীতিকে আরেকটু উসকে দিয়ে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ মুক্তির সময় জানিয়ে দিল প্রযোজনা সংস্থা। এই গরমেই ফিরছেন ফেলুদা। জুনেই শুরু হবে সিরিজের ওটিটি স্ট্রিমিং।
এদিন একদম অভিনব কায়দায় ‘প্রিয় ফেলুদার এক ঝলক’ এদিন দেখল দর্শক। এদিন লালমোহনবাবু ফেলু মিত্তর আর তোপসেকে নিয়ে ঘুরে দেখল শহর কলকাতা। যদিও লালমোহন বাবুর মতলব ধরে ফেলতে বেশি সময় লাগেনি ফেলুদার। শুধু কী আর শহর ঘুরে দেখা? শপিং থেকে চলল কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া। এবার ফেলুদার গন্তব্য? ‘যেখান থেকে সব কিছুর শুরু’ মানে দার্লিজিং। সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় নতুন ফেলুদা সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি’-র প্রথম ভাগ তৈরি হচ্ছে ‘দার্জিলিং জমজমাট’ কাহিনিকে ঘিরে। ফেলুদার চরিত্রে থাকছেন টোটা রায় চৌধুরী।তোপসের ভূমিকায় নজর কাড়বেন কল্পন মিত্র আর জটায়ুর চরিত্রে থাকছেন ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তী।
‘ফেলুদা’ হিসেবে নিজেকে মেলে ধরতে আড়াই কেজি ওজন ঝরিয়েছেন টোটা। ফেলুদার মতো হাঁটা-চলা, সেই পুরনো মেজাজ ফিরিয়ে আনা, সবই করেছেন। আড্ডা টাইমস-এর সুবাদেই প্রথমবার ‘ফেলুদা’-র জুতোয় পা গলিয়েছিলেন তিনি। এবার ‘হইচই’-এর জন্য। বাঙালির অন্যতম আইকনিক চরিত্র ‘প্রদোষ চন্দ্র মিত্র’ হিসাবে দর্শক মনে গেঁথে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী। তা সত্ত্বেও ফেলুদা হিসাবে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন টোটা, ঝলকেও নজর কাড়লেন তিনি।
আপতত অপেক্ষা জুন মাসে ‘দার্লিজিং জমজমাট’ দেখবার। ফেলুদা ভক্তরা যে ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু করে দিয়েছেন তা বলবার অপেক্ষা রাখে না।
For all the latest entertainment News Click Here