কবে আবার সেঞ্চুরি করবেন কোহলি? বড় ভবিষ্যদ্বাণী করলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ডমিনিকাতে খেলা প্রথম ম্যাচে কোহলি ৭৬ রানের একটি শক্তিশালী ইনিংস খেলেছিলেন। তবে তিনি আবারও নিজের সেঞ্চুরি মিস করেন। কিং কোহলিকে আবারও সেঞ্চুরি মিস করতে দেখে ভক্তরা বেশ হতাশ হয়েছিলেন। কিন্তু টিম ইন্ডিয়ার বর্তমান ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেছেন যে এবার কোহলির ব্য়াট থেকে সেঞ্চুরি আসবেই। তবে বিরাট কোহলি যেভাবে প্রথম টেস্টে ব্যাট করেছেন তা থেকে অনেক তরুণ খেলোয়াড়ের শিক্ষা পাবে বলে মনে করেন বিক্রম রাঠৌর। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।
এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট দলের তরফ থেকে তাদের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। সেখানেই বিরাট কোহলিকে নিয়ে বার্তা দিয়েছেন বিক্রম রাঠৌর। বিরাট কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেন, ‘সে খুব ভালো ব্যাটিং করছে এবং একজন ব্যাটিং কোচ হিসেবে আমি বিশ্বাস করি ব্যাটিং এবং ক্রিকেট সবই মানিয়ে নেওয়ার বিষয়। তিনি আগের মতোই খেলছেন, সে কিছুটা আক্রমণাত্মক খেলোয়াড়ও, সে অবশ্যই কিছুটা আধিপত্য বিস্তার করে। তবে সবচেয়ে ভালো খেলোয়াড় সেই যে তার খেলা পরিবর্তন করতে পারে। শর্ত অনুযায়ী, যিনি দলের প্রয়োজন অনুযায়ী খেলতে জানেন তিনিই ভালো খেলোয়াড় এবং এটাই বিরাটের সবচেয়ে বড় গুণ। তিনি এমন একজন খেলোয়াড় যিনি প্রতিটি ফর্ম্যাটে ভিন্নভাবে খেলেন। কন্ডিশন অনুযায়ী সে তাঁর খেলা পরিবর্তন করতে পারে এবং সে তা করে দেখিয়েছে।’
বিক্রম রাঠৌর আরও বলেন, ‘একটি উইকেটে যেখানে তার পালা না আসা পর্যন্ত অনেক টার্ন ছিল। বাঁহাতি স্পিনের বিরুদ্ধে সে যেভাবে রক্ষণ করেছে, তাতে তিনি বহু তরুণ খেলোয়াড়ের কাছে একটি শিক্ষা হয়ে উঠবেন। যখন বল আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে তখন কীভাবে খেলতে হবে, সেটি বিরাটের এই ইনিংস দেখে শেখা যাবে। ওকে খেলতে দেখে খুব মজা লাগছিল এবং এটা বলতে পারি যে সে আজ না হলে কাল ১০০ করবেই, যেভাবে সে খেলছে সে অবশ্যই শীঘ্রই ১০০ করবে।’ পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্ট বিরাট কোহলির জন্য খুব স্পেশাল হতে চলেছে। আসলে এটাই হবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ। বিরাট কোহলির ভক্তরা সেঞ্চুরির মাধ্যমে এই বিশেষ ম্যাচটিকে সেলিব্রেট করতে চান।
For all the latest Sports News Click Here