কপিল দেবের সর্বকালীন রেকর্ড ভেঙে কিংবদন্তি ওয়ালসকে ছুঁলেন জাদেজা
ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৩ উইকেট নেওয়ার সুবাদে কপিল দেবের একটি সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন রবীন্দ্র জাদেজা। সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেন কিংবদন্তি ওয়ালসকে।
ভারতীয় বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন জাদেজা। এই নিরিখে তিনি পিছনে ফেলে দেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলনায়ককে। কপিল দেব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪২টি ম্যাচে বল করে ৪৩টি উইকেট নিয়েছেন। ব্রিজটাউনে ৩ উইকেট নেওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে জাদেজার সার্বিক উইকেট সংখ্যা দাঁড়া ৪৪টি। তিনি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে এই কৃতিত্ব অর্জন করেন।
অর্থাৎ, এতদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার ছিলেন কপিল দেব। এবার থেকে সেই রেকর্ড লেখা থাকবে জাদেজার নামে। উল্লেখযোগ্য বিষয় হল, এই তালিকায় একযোগে অনিল কুম্বলেকেও পিছনে ফেলে দেন জাদেজা। কুম্বলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৬টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ৪১টি উইকেট নিয়েছেন। ব্রিজটাউনে মাঠে নামার আগে পর্যন্ত কুম্বলের সঙ্গে একাসনে অবস্থান করছিলেন জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব থেকে বেশি ODI উইকেট নেওয়া ভারতীয় বোলাররা:-
১. রবীন্দ্র জাদেজা- ৩০টি ম্যাচে ৪৪টি উইকেট।
২. কপিল দেব- ৪২টি ম্যাচে ৪৩টি উইকেট।
৩. অনিল কুম্বলে- ২৬টি ম্যাচে ৪১টি উইকেট।
৪. মহম্মদ শামি- ১৮টি ম্যাচে ৩৭টি উইকেট।
আরও পড়ুন:- IND vs WI 1st ODI: বিদ্যুৎ গতিতে বল বেরিয়ে যাচ্ছিল পাশ দিয়ে, চকিতে একহাতে ক্যাচ ধরে নেন কোহলি- ভিডিয়ো
এতদিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল ওয়ালসের নামে। তিনি ভারতের বিরুদ্ধে ৩৮টি ওয়ান ডে ম্যাচে ৪৪টি উইকেট নেন। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন জাদেজা। অর্থাৎ সাকুল্যে ৪৪টি উইকেট নিয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারিতে পরিণত হলেন জাদেজা। সিরিজের বাকি ২টি ওয়ান ডে ম্যাচে অন্তত ১টি উইকেট নিলেই ওয়ালসকে টপকে এককভাবে রেকর্ড নিজের নামে করবেন জাদেজা।
আরও পড়ুন:- IND vs WI: ওয়ান ডে ক্যাপ তুলে দেওয়া জাদেজার দুরন্ত ক্যাচেই প্রথম ODI উইকেট মুকেশের- ভিডিয়ো
ব্রিজটাউনের প্রথম ওয়ান ডে ম্যাচে শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২৩ ওভারে মাত্র ১১৪ রানে অল-আউট হয়ে যায়। জাদেজা ৬ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ২২.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৬৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here