কপিরাইট কেসে ফাঁসল GT! ২ গুজরাটি গান চালাতে পারবেন না হার্দিকরা
খারাপ সময় কাটছে না গুজরাট টাইটানসের। গত বছরের চ্যাম্পিয়ন দল তারা। এই বছর আইপিএলের দারুণ শুরু করেও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছে তাদের। এখন গুজরাটকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে হবে। তবে তার আগেই টাইটানসের বিরুদ্ধে আদালতে মামলা হল। দুটি জনপ্রিয় গুজরাটি গান বাজানোর ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কপিরাইটের অভিযোগ এনেছে এই সংগঠন। বুধবার গান্ধীনগর বাণিজ্যিক আদালতে হলফনামা দিয়ে গুজরাট টাইটানস ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, তারা এই দুটি গান আর বাজাবে না।
গান্ধীনগর বাণিজ্যিক আদালতে রেকর্ড মিউজিক পারফরম্যান্স লিমিটেড নামের একটি কপিরাইট সংস্থা গুজরাট টাইটানসের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই সংস্থা ভারত সরকার দ্বারা স্বীকৃত। সংস্থার পক্ষ থেকে টাইটানসের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, ২০২২ সাল থেকে গান দুটি বাজাচ্ছে আইপিএলের টাইটানস কর্তৃপক্ষ। তবে গান বাজানোর ক্ষেত্রে কোনও রকম লাইসেন্স করা নেই এই ফ্র্যাঞ্চাইজির। এমনকী কোনও রকম অনুমতিও নেয়নি তারা। গত বছর থেকে গান দুটি ব্যবহার করেছে। এই দায়ের করা মামলায় আরও জানানো হয়েছে, রেকর্ড মিউজিক পারফরম্যান্স লিমিটেডের সদস্য শ্রীরাম অডিও এবং টেলিফিল্ম এই গান দুটির আসল মালিক। তাদের কাছেই সত্তা রয়েছে।
আরএমপিএল এর আইনজীবী রোহান লাভকুমার আদালতকে জানান, এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে না দেখলে গুজরাট টাইটানস আগামীতেও বাণিজ্যিক উদ্দেশ্যে এই গান দুটি ব্যবহার করবে। এর সঙ্গে তারা লাইসেন্স নেওয়ার জন্য কপিরাইট প্রাপ্ত সংস্থার থেকে কোনও অনুমতি নেবে না। এই মামলায় গুজরাট টাইটানসের সঙ্গে সঙ্গেই ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, বিসিসিআই, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন সহ আরও একটি সংস্থাকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড আবার গুজরাট টাইটানসের মিউজিক অ্যাসোসিয়েট পার্টনার।
আদালতে মামলা চলার মাঝে ডিএনএ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং গুজরাট টাইটানসের আইনজীবীরা আদালতের কাছে অতিরিক্ত সময় চান। বিপক্ষের আইনজীবী তাতে বাধা দিয়ে জানান, আমদাবাদে আগামী ২৬ এবং ২৮ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল রয়েছে। তারপরে যদি আদালতে এই মামলা ওঠে তাহলে তার কোনও যুক্তি থাকবে না। তখন গুজরাট টাইটান্স এর পক্ষের আইনজীবীরা জানান, আগামী কোয়ালিফায়ার ম্যাচ এবং ফাইনালে তারা এই দুটি গান বাজাবেন না।
এছাড়াও অভিযোগকারীর পক্ষ আদালতকে জানিয়েছে যে ২০২২ সালে তারা চাঁদখেদা পুলিশ স্টেশনে লিখিতভাবে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। তা সত্ত্বেও গুজরাট টাইটানস কোনও রকম লাইসেন্স না নিয়ে এই গান দুটি বাজিয়ে যান। যদি গুজরাট টাইটানস তাদের থেকে গান দুটি বাজানো লাইসেন্স নিত তাহলে ম্যাচপ্রতি ১.৫ লক্ষ টাকা করে পেতেন তারা। এখন সেই কপিরাইট সংস্থা জরিমানা হিসাবে ১০.৫০ লক্ষ টাকা লাইসেন্স ফি বাবদ ধার্য করেছেন আদালতের কাছে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here