কপাল পুড়ল অমরিন্দরের, আর্শের পর তারকা গোলকিপার বিশাল কাইথকে সই করাল ATK MB
জল্পনা আগে থেকেই ছিল। সই পর্বও মিটে গিয়েছিল। এ বার তাতেই শিলমোহর দিল এটিকে মোহনবাগান। তিন বছরের জন্য সবুজ-মেরুনে সই করেছেন বিশাল কাইথ। এর আগে তরুণ আর্শ আনোয়ার শেখকে আরও তিন বছরের জন্য রিটেইন করেছিল এটিকে মোহনবাগান। এর থেকেই পরিষ্কার অমরিন্দর সিং-এর বিদায় ঘোষণার অপেক্ষা। প্রসঙ্গত ২৫ বছরের কিপার চেন্নাইয়িন এফসি থেকে এটিকে মোহনবাগানে যোগ দিলেন।
বিশালের কাছে এটিকে মোহনবাগান ছাড়াও প্রস্তাব ছিল আইএসএল-এর একাধিক ক্লাবের। তবে গঙ্গা পারের ক্লাবের টাকার অঙ্কের প্রস্তাবটা বিশাল ছিল। আর তাতেই নাকি পিছিয়ে পড়েছে বাকি দলগুলি।
আরও পড়ুন: পুরনো ক্লাবে ফিরতে পারেন অমরিন্দর, ATK MB-র অন্য ২ কিপার যাচ্ছেন স্পেনে: রিপোর্ট
চেন্নাইয়িন এফসির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে গিয়েছে। তাই ফ্রি প্লেয়ার হিসেবে সবুজ-মেরুনে যোগ দিলেন বিশাল কাইথ। ভারতের জাতীয় দলে খেলার পাশাপাশি আইএসএল-এর একাধিক দলে খেলেছেন বিশাল কাইথ। শিলং লাজং-এর জার্সিতে প্রথম ভারতীয় ফুটবলে পরিচিতি পান তিনি।
আরও পড়ুন: তারকা আইরিশ মিডিয়োকে ধরে রাখল ATK MB, করা হল আরও ২ বছরের চুক্তি
এটিকে মোহনবাগানের দুই কিপার বিশাল কাইথ এবং আর্শ আনোয়ার শেখ তিন সপ্তাহের জন্য স্পেনে যাচ্ছেন প্রি-সিজন ট্রেনিংয়ের জন্য। সেখানে তাঁরা স্পেনের প্রাক্তন তারকা কিপার এবং কোচ জেভিয়ার পিনদাদোর কাছে অনুশীলন করবেন।
এ দিকে অমরিন্দর সিং-এর পারফরম্যান্সে ম্যানেজমেন্ট একেবারেই খুশি নয়। তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর। তাঁর সঙ্গে গত বছর ৫ বছরের চুক্তি করা হয়েছিল। তবে শোনা যাচ্ছে, তারকা কিপার সম্ভবত তাঁর পুরনো ক্লাবেই ফেরৎ যেতে পারেন। মুম্বই সিটি এফসি-র সঙ্গেই তাঁর কথা চলছে। অমরিন্দরের সম্ভাব্য গন্তব্য হতে পারে মুম্বইয়ের দলই।
For all the latest Sports News Click Here