‘কথা না শুনলে…’ রচনার কাছে গোপন কথা ফাঁস মানালির, কোন সত্যি প্রকাশ করলেন শিমুল
দিদি নম্বর ওয়ান মানেই বাংলার অন্যতম জনপ্রিয় এবং হিট শো। তারকা থেকে সাধারণ দিদিরা সকলেই আসেন দিদির মঞ্চে খেলতে। তুলে ধরেন নিজেদের জীবনের কথা। ভাগ করেন নেন সমস্ত সুখ দুঃখ থেকে গোপন খবর। এ হেন জনপ্রিয় শো দেখতে দেখতে ৮টা সিজন পার করে নবম সিজনে পা দিয়েছে এক বছরের কিছু সময় আগেই। এত সিজন পরেও রমরমিয়ে চলছে এই শো। এতটুকু ফিকে হয়নি জনপ্রিয়তা। সেই নবম সিজনের ৫০০ পর্ব হয়ে গেল দেখতে দেখতে! আর সেটারই উদযাপন হবে আগামী রবিবার অর্থাৎ ২ জুলাই।
এদিনের এই বিশেষ পর্বে উপস্থিত থাকবেন ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের অভিনেত্রীরা। তাঁরা এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হইহই নাচ গানে মেতে উঠবেন। কাটা হবে কেকও।
এখানেই নিজের চরিত্রের বিষয়ে এদিন কথা বলবেন মানালি। এই আসন্ন ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম হতে চলেছে শিমুল। বিয়ে হয়ে আসা ইস্তক সে কাউকে নিজের মনের কথা বলতে উঠতে পারছেন না, চুপচাপ থাকছেন। এখানেই যেন তাঁর জীবনে দমকা বাতাসের মতো আসবে তাঁর সখীরা। কিন্তু মানালি এর শিমুলের ফারাক কতটা? দুজনের কি চরিত্রগত মিল আছে? উত্তরে অভিনেত্রী বলেন, ‘মানালি একদমই শিমুলের মতো না। তার মনে যা থাকে সেটা সে খোলাখুলি বলে দেয়। বরং তাঁর কথা না শুনলে সমস্যা আছে।
এদিন রচনার সঙ্গে হেসে ফ্রেম শেয়ার করতেও দেখা যায় তাঁদের। কেবল মানালি নন, বাসবদত্তা, কুয়াশা সহ ধারাবাহিকের মুখ্য অভিনেত্রীরা সবাই ছিলেন। চ্যানেলের তরফে এই প্রোমো পোস্ট করে লেখা হয়, ‘দিদি নম্বর ওয়ানের ৫০০ পর্বের সেলিব্রেশন সঙ্গে থাকবে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের সদস্যরা!’
অনেকেই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘দিদি নম্বর ১ সিজন ৯ সবার মনোরঞ্জন করে। এটা ৫০০ কেন দ্রুত ৬০০ পর্ব পূরণ করে আরও এগিয়ে যাক।’ আরেক ব্যক্তি লেখেন, ‘অনেক শুভ কামনা রইল আপনাদের এই শোয়ের জন্য।’
For all the latest entertainment News Click Here