কথা দিয়েও বিজেপি নেতাকে ঠকানো হয়েছে? মুক্তির আগেই আইনি সমস্যায় কঙ্গনার ‘তেজস’
কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি ‘তেজস’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তবে তার আগেই হয়তো এই ছবিটি বড়সড় আইনি ঝামেলায় জড়াবে। এমনটাই অনুমান করা হচ্ছে। ময়াঙ্ক মধুরের এই ছবিতে কাজ করার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে তাঁকে নাকি এই ছবি থেকে নির্মাতারা বাদ দিয়ে দিয়েছেন। তিনি এবার তাই প্রযোজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেই জানিয়েছেন।
প্রসঙ্গত ময়াঙ্ক মধুর বিজেপির একজন মন্ত্রণাদাতা। তিনি এই রাজনৈতিক দলের কর্মীও বটে। সর্বেশ মেওয়ারা পরিচালিত এই ছবিটিতে অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু এখন জানা গিয়েছে তাঁকে এই ছবি থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা বিরুদ্ধে তিনি আইনি লড়াই শুরু করবেন বলেই জানিয়েছেন। এই ছবিতে কঙ্গনা রানাওয়াতকে একজন ফাইটার প্লেনের পাইলট হিসেবে দেখা যাবে।
‘তেজস’ ছবিতে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম সৈনিক তথা পাইলট তেজস গিলের গল্প দেখানো হবে। আগামী অক্টোবর মাসে এই ছবিটি মুক্তি পাবে। মনে করা হচ্ছে এটির সঙ্গে বক্স অফিসে টক্কর জমবে টাইগার শ্রফের গণপতের।
বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ময়াঙ্ক জানিয়েছেন তিনি এই ছবির একাধিক দৃশ্যের জন্য কঙ্গনাকে অনেক সাহায্য করেছেন। টানা দুই বছর ধরে চেষ্টা করেও কঙ্গনা যেটা করতে পারেননি তিনি সেই বিমান বাহিনীর বেস সহ দিল্লি মোরাদাবাদ, ইত্যাদি জায়গায় শুটিং করতে সাহায্য করেছেন। তিনি আরও জানান এই ছবির পরিচালক তাঁকে এই ছবিতে একটি ১৫ মিনিটের চরিত্র দেবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু পরে সেটা রাখা হয় না। এই বিজেপি নেতার কথায়, ‘আমার চরিত্রের দৈর্ঘ্য কমতেই থাকে। তারপরও আমায় বলা হয় ২-৩ মিনিটের একটা শট দেওয়া হবে। আমি তখন বলি দিই আমি এই কাজ করব না।’
শুধুই কি তাই? ময়াঙ্ক কঙ্গনার বিরুদ্ধে বিষোদগার উগড়ে দিয়ে জানান, অভিনেত্রী নাকি তাঁকে বলেছিলেন ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে তাঁর নাম অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে দেওয়া হবে। কিন্তু সেটাও করা হয়নি। বিশেষ ধন্যবাদ যাঁদের জানানো হয়েছে সেই তালিকায় কেবল তাঁর নাম ছিল।
ময়াঙ্ক তাই জানিয়েছেন ‘তেজস’ ছবির পরিচালক তাঁকে ঠকিয়েছেন। অন্যদিকে কঙ্গনাও বলেছিলেন ছবি মুক্তির আগে তিনি তাঁর টাকা পাবেন কিন্তু সেটা পাননি তিনি এখনও। এবার নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে তিনি নির্মাতাদের দেখিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেন এই বিজেপি নেতা। এই এত সমস্ত কাণ্ডের পর তিনি এবার আইনি ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন। ময়াঙ্ক তাঁর কথায় বলেনা ‘আমি ঠিক করেছি আমি এবার কোর্টে যাব। আমি এখনই বলছি না যে আমি কবে কোর্টে যাব, কিন্তু আমি যাব। আর কী করে এই ছবির মুক্তি আটকাতে হয় আমার জানা আছে। আমি চাই এই ছবির নির্মাতারা যেন গ্রেফতার হন। আমি একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী পিএমও সবার সঙ্গে কথা বলেছি যাতে বিভিন্ন জায়গা থেকে তাঁদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা যায়।’
প্রসঙ্গত ‘তেজস’ ছাড়াও কঙ্গনাকে আগামীতে ‘এমারজেন্সি ছবিতে দেখা যাবে। এখানে তিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here