কথাই বলতে পারছিলেন না শাস্ত্রী, ২০২১ সফরে শিবিরে করোনা হানার বিবরণ দিলেন ইশান্ত
শুভব্রত মুখার্জি
২০২১ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ শেষ করা সম্ভব হয়নি। ভারতীয় শিবিরে করোনার হানায় জেরবার ছিলেন ক্রিকেটাররা। ফলে ২-১ এগিয়ে থেকেও পঞ্চম টেস্ট না খেলেই ইংল্যান্ড ছেড়েছিল ভারত। সেই অসমাপ্ত সিরিজের পঞ্চম টেস্ট ১ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে এজবাস্টনে। টেস্ট শুরুর আগে ২০২১ সালের সেই সিরিজের স্মৃতিচারণা করতে গিয়ে পেসার ইশান্ত শর্মা জানান ওভাল টেস্ট থেকেই ভারতীয় দলে করোনার প্রকোপ দেখা যায়। বাজেভাবে আক্রান্ত হয়েছিলেন তৎকালীন কোচ রবি শাস্ত্রী। তাঁর অবস্থা এতটাই খারাপ ছিল যে কথা বলতে তার কষ্ট হচ্ছিল।
বিতর্কিত এক বই প্রকাশ অনুষ্ঠানের পরেই বাড়ে এই করোনার প্রকোপ। জতিন সাপ্রুর ইউটিউব চ্যানেলে এই বিষয়টির স্মৃতিচারণ করেছেন ইশান্ত। ইশান্ত জানান গোটা ভারতীয় দল ভীষণ ভয়ে ছিল। দলের সাজঘরে ছিল আতঙ্কের পরিবেশ। রবি শাস্ত্রীর অত্যন্ত খারাপ হয়ে যায়। এমনকী তিনি একেবারেই কথা বলার অবস্থায় ছিলেন না।
আরও পড়ুন:- ‘আমিও এক ওভারে ৩৬ তুলেছি, তবে…’, বুমরাহর বিশ্বরেকর্ডের প্রতিক্রিয়ায় রবি শাস্ত্রী কী বললেন শুনুন: ভিডিয়ো
আরও পড়ুন:- ‘একই ভাবে আউট হও, বিরক্ত হও না’, পন্তকে তাতাতে শাস্ত্রীর এই খোঁচাই যথেষ্ট ছিল
ইশান্ত জানান, ‘আমরা সবাই খুব ভয়ে ভয়ে ছিলাম। আমার স্পষ্ট মনে আছে রবি ভাই ওভাল টেস্টের সময়তে ড্রেসিংরুমেই ছিলেন। তিনি কথা পর্যন্ত বলতে পারছিলেন না। ওর একটা বই প্রকাশের অনুষ্ঠান ছিল। আমরা ভেবেছিলাম ওর ঠান্ডা লেগেছে। কারণ ইংল্যান্ডে সেই সময় পরিস্থিতি স্বাভাবিক ছিল। এমনিতে ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল। অসুবিধা ছিল ও ঠিক করে কথা বলতে পারছিল না। ভরত অরুণ ও ঠিকঠাক ছিলেন। আর শ্রীধরকে দেখেও বোঝা যায়নি। এরপর রাপিড অ্যান্টিজেন টেস্টে দেখা যায় ওরা তিনজনেই কোভিড পজিটিভ। সত্যি বলতে ওই সময়ে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’
For all the latest Sports News Click Here