‘কঠিন জায়গা থেকে কামব্যাকের বুলি আওড়াই, আজ করে দেখালেন সিকন্দর’
শুভব্রত মুখার্জি: ওয়ানডে সিরিজে আগেই হারের সম্মুখীন হতে হয়েছিল জিম্বাবোয়েকে। তিন ম্যাচের সিরিজে ২-০ ফলে তারা আগেই হেরে গিয়েছিল। ফলে সিরিজের শেষ ম্যাচ ছিল তাদের কাছে আত্মমর্যাদা রক্ষার ম্যাচ। আর সেই ম্যাচেই অনবদ্য লড়াই করেও অল্পের জন্য হারতে হল জিম্বাবোয়েকে। সেই কথাটা মেনে নিয়েছেন স্বয়ং অধিনায়ক রেগিস চাকাভা। তিনি বলেছেন কঠিন পরিস্থিতিতে ম্যাচে কামব্যাকের কথা বলি আমরা। আজকে সিকন্দর রাজা অনবদ্য খেলেছে।
ম্যাচ শেষে চাকাভা জানিয়েছেন, ‘প্রথমেই ভারতকে অনেক অভিনন্দন জানাব। আমি মনে করি তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। ভারত নিজেদের নার্ভ ধরে রাখতে সক্ষম হয়েছে। যদিও সিকন্দর এবং ইভান্স আমাদেরকে ম্যাচ জেতার সেই সুযোগটা করে দিয়েছিল। আজকে বোলিং থেকে অনেক কিছু পজিটিভ আমরা নিয়ে যাব। মাঠে ছেলেরা প্রচণ্ড লড়াই করেছে। আমরা কঠিন পরিস্থিতি থেকে কামব্যাকের কথা সবসময় বলি। আজকে রাজা অসাধারণ খেলেছে। আমরা আজকের ম্যাচ থেকে অনেক কিছু পজিটিভ সঙ্গে করে নিয়ে যাব।’
হারারে স্পোর্টস ক্লাবে এদিন প্রথমে ব্যাট করে ভারত ২৮৯ রান তুলতে সমর্থ হয়। শুভমন গিলের অনবদ্য ১৩০ রানে ভর করে তারা এই বিশাল স্কোর করতে সমর্থ হয়েছিল। রান তাড়া করতে নেমে প্রথমে পাচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় জিম্বাবোয়ে। তাদেরকে লড়াইতে ফেরায় শন উইলিয়ামস এবং সিকান্দার রাজা জুটি। এদিন ৯৫ বলে ১১৫ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন রাজা। লোয়ার অর্ডারে ব্র্যাড ইভান্সও জিম্বাবোয়েকে টানার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত লক্ষ্যের ১৩ রান দূরেই থামতে হয় তাদের। ২৭৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে।
For all the latest Sports News Click Here