কঙ্গনার ‘লক আপ’ সলমনের ‘বিগ বস’ থেকে আলাদা কীভাবে? জেনে নিন ৫ কারণ
সম্প্রতি প্রকাশ্যে এসেছে কঙ্গনা রানাওতের রিয়েলিটি শো ‘লক আপ’-এর ট্রেলার। একতা কাপুর দ্বারা প্রযোজিত এই শোয়ে কঙ্গনাকে একজন জেলারের ভূমিকায় দেখা যাবে এবং তিনি অনুষ্ঠানটির পরিচালনাও করছেন। দর্শকরা MX Player এবং ALT BALAJI-তে বিনামূল্যে এটি দেখতে পারবেন। তবে ট্রেলার সামনে আসার পর থেকেই অনেকেই ভাবছেন এই শো-র সাথে মিল আছে ‘বিগ বস’-এর। অনেকে মনে করছেন এটা অনেকটা ‘স্প্লিটসভিলা’-র মতো।
কিন্তু একটা এর আগেই জানিয়ে দিয়েছেন একদম নতুন ফরম্যাট নিয়ে আসছেন তাঁরা। চলুন দেখে নেই ‘লক আপ’ আর ‘বিগ বস’-এর পাঁচ পার্থক্য–
১. সলমান খানের ‘বিগ বস’-এ যেখানে সমস্ত প্রতিযোগী একই বাড়িতে একসঙ্গে থাকেন নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে কঙ্গনার ‘লক আপ’-এ প্রতিযোগীদের আলাদা আলাদা লকআপে দেখা যাবে। তবে, একই হাতকড়া দিয়ে দুই সেলিব্রেটি বেঁধে রাখার ধারণাটিও অবশ্যই দেখানো হয়েছে শোয়ে।
২. সলমান খানের বিগ বস-এ যেখানে প্রতিযোগীরা যেমন প্রতি সপ্তাহে ঘরে টিকে থাকার জন্য লড়াই করেন একে-অপরের সঙ্গে, সেখানে ‘লক আপ’-এ প্রতিযোগিরা একে-অপরের সাথে ভিড়বেন জেল থেকে বেড়িয়ে আসার জন্য। কারণ, শোতে তাদের অনেক নির্যাতন করা হবে।
৩. ‘বিগ বস’-এ ক্যামেরায় দেখা দেওয়ার জন্য নানা ধরনের নাটক-ঝগড়া করে চলেন প্রতিযোগীরা। আর ‘লক আপ’-এ দৈনন্দিন চাহিদা, খাবার পেতেও লড়াই করতে হবে তাঁদের।
৪. ‘বিগ বস’-র নিয়ম মানেন কালার্সের এই রিয়েলিটি শো-র প্রতিযোগীরা, আর ‘লক আপে’ মর্জি চলবে কঙ্গনা রানাওয়াতের।
৫. বিগ বসে যেখানে ঘরের এদিকে ওদিকে লুকিয়ে থাকে ক্যামেরা সেখানে ‘লক আপ’-এ থাকবেন প্রফেশনাল ক্যামেরাপার্সন। তাঁরাই সমস্ত দৃশ্য ক্যামেরাবন্দি করবেন।
For all the latest entertainment News Click Here