কঙ্গনার ‘এমার্জেন্সি’তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স, প্রকাশ্যে লুক
কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’তে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ২১ মাস ভারতে জারি হওয়া জরুরি অবস্থা নিয়েই সিনেমা বানাতে চলেছেন অভিনেত্রী। ছবিতে কঙ্গনাকে ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা মিলবে। জয়প্রকাশ নারায়ণনের চরিত্রে অভিনয় করবেন অনুপম খের।
‘এমার্জেন্সি’ থেকে নিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন শ্রেয়স। জানিয়েছেন, ‘সম্মানিত, দূরদর্শী, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং জনসাধারণের একজন মানুষ… ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে পেরে সম্মানিত ও আনন্দিত। আশা করি সকলের প্রত্যাশা পূরণ করতে পারব।’
আরও পড়ুন: এইটুকু বয়সেই ঝরঝরে স্প্যানিশ বলা শিখেছে তৈমুর, সার্টিফিকেট হাতে গর্বিত মা করিনা
তিনি আরও লেখেন, ‘কঙ্গনা রনাওয়াত আমাকে অটলজির চরিত্রে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি নিঃসন্দেহে আমাদের দেশের সবচেয়ে প্রতিভাবান এবং বহুমুখী অভিনেত্রীদের একজন। একইসঙ্গে সমান ভালো অভিনেতা-পরিচালক আপনি। ‘এমার্জেন্সি’, গণপতি বাপ্পা মোরিয়া।’
এই ছবিটি নিয়ে অনেকদিন ধরেই প্রস্তুতি চালাচ্ছিলেন কঙ্গনা। বিপুল খরচও করছেন। বিদেশ থেকে আনা হয়েছিল অস্কারজয়ী মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কিকে। ছবিটি ১৯৭৫ সালে হওয়ার ভারতের জরুরি অবস্থাকে কেন্দ্র করে। জরুরী অবস্থার ২১ মাসের সময়কে বড় পর্দায় তুলে ধরছেন কঙ্গনা। শোনা যাচ্ছে অপরাশেন ব্লু-স্টার এর প্রসঙ্গ ছুঁয়ে যাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here