‘কখন আগ্রাসী হতে হবে, বিরাট ভালোভাবেই জানে’, দরাজ সার্টিফিকেট দ্রাবিড়ের
কখন আগ্রাসী হতে হবে, কখন খেলা নিয়ন্ত্রণ করতে হবে, তা ভালোভাবেই জানেন বিরাট কোহলি। এমনই মন্তব্য করলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তাঁর দাবি, বিরাট নিজেই অনুভব করেছেন যে ভারতীয় তারকা ফর্মে ফিরে এসেছেন।
চট্টগ্রামে ভারত-বাংলাদেশের প্রথম টেস্টের (যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ) মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, তাতে দ্রাবিড় বলেছেন, ‘ও (কোহলি) জানে যে কখন আগ্রাসী হতে হবে এবং কখন খেলাটা নিয়ন্ত্রণ করতে হবে। ওটার সাক্ষী থাকতে পারা দারুণ বিষয়। ও যদি (ইনিংস) আরও বড় করতে পারে, তাহলে সেটা আমাদের পক্ষে ভালো।’
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের মধ্যে প্রথম ইনিংসে বড় রান না পেলেও বিরাট যে সম্প্রতি ফর্মে ফিরে গিয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই দ্রাবিড়ের। টি-টোয়েন্টিতে ভালো খেলেছেন। দিনকয়েক আগেই বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে ছাপিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে। দ্রাবিড় বলেন, ‘৫০ ওভারের ক্রিকেটে বিরাটের যে মাপকাঠি, সেটা অবিশ্বাস্য। ওর রেকর্ডই সেই সত্যিটা তুলে ধরে। ও যতগুলি ম্যাচ খেলেছে, সেটা দারুণ।’
আরও পড়ুন: Ben Stokes praising Virat Kohli: বিরাটের মতো খেলোয়াড়ের হদিশ পেয়েছে ইংল্যান্ড! পাকিস্তানে কোহলির প্রশংসায় স্টোকস
ব্যাটিংয়ের পাশাপাশি বিরাটের অনুশীলনের ধরনও দ্রাবিড়কে মুগ্ধ করেছে। যা তরুণ ও উঠতি ক্রিকেটারদের শিক্ষণীয় বলেও জানিয়েছেন ভারতীয় দলের হেড কোচ। তিনি বলেন, ‘ও অনুভব করছে যে ও (ছন্দে) ফিরে এসেছে। ওকে যেমন কঠোর ট্রেনিং করতে দেখে আসছি, সেরকমই দেখছি। আমার কাছে সেটাই মূল বিষয়, সেটাই সবথেকে প্রভাব ফেলেছে আমার উপর। আগেও ওকে দেখেছি। ও ভালো খেলুক বা ছন্দে না থাকুক, অনুশীলনে একইরকমভাবে ওর কঠোর পরিশ্রম করেছে।’
আরও পড়ুন: India vs Bangladesh: এটা টি ২০ নয়- লিটনকে স্লেজিংয়ের সময় কী বলেছিলেন? উত্তর দিলেন সিরাজ, বিরাট কী করলেন?
টেস্টে ‘আগ্রাসী’ ব্যাটিং
দ্রাবিড়ের দাবি, টেস্টে আরও বেশি আগ্রাসী খেলছে বিভিন্ন দলগুলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই যেহেতু জমে উঠেছে, তাই জয়ের জন্য টেস্টে আক্রমণাত্মকভাবে খেলছে। তিনি বলেন, ‘সম্প্রতি কিছু সময় ধরে বিভিন্ন দল অত্যন্ত আগ্রাসীভাবে খেলছে। আমরা আরও বেশি সংখ্যক জয় বা হার দেখেছি। বিশেষত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট যেহেতু পাওয়া যাবে, সেজন্য দলগুলি সরাসরি জয়ের জন্য খেলছে।’
For all the latest Sports News Click Here