কখনও বন্দুক উঁচিয়ে আছেন তো কখনও চুমু খেতে যাচ্ছেন, সিটাডেল-এ প্রিয়াঙ্কা রহস্যময়ী
হলিউডে একচেটিয়াভাবে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর তাঁকে দেখা যাবে প্রাইম ভিডিও সিরিজ সিটাডেলে। তাঁর চরিত্রটির নাম নাদিয়া সিন, যে একজন গুপ্তচর। এবার ফার্স্ট লুক শেয়ার করে নিলেন প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায়। এই সিরিজে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন, লেসলি ম্যানভিল এবং স্ট্যানলি টুচি-র মতো তারকারা।
২৮ এপ্রিল সিটাডেলের প্রথম দুটি পর্বের প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা এই সিরিজ থেকে যে লুক শেয়ার করলেন, তাতে তিনি একটি লাল পোশাক পরে কারও দিকে বন্দুক তাক করে রয়েছেন। পরে তাঁকে দেখা যায় রিচার্ডের সঙ্গে যোগ দিয়ে একটি মিশনে বের হতে। প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিগুলিতে দেখা মিলল সিরিজের অন্যান্য চরিত্রদেরও।
পিগি চপসের এই পোস্টে কমেন্ট করেছেন রাজকুমার রাও, যিনি অভিনেত্রীর সঙ্গে কাজ করেছিলেন দ্য হোয়াইট টাইগারে। একটি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন কমেন্ট বক্সে। প্রিয়াঙ্কার অনুরাগীরা কমেন্টে লিখলেন, তাঁরা এটির জন্য কত ‘অধীরে অপেক্ষা’ করে আছে। অপরজন লিখলেন, ‘কিলার লুক দিয়ে এবারও সকলকে ঘায়েল করবেন’ অভিনেত্রী।
ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের মতে, প্রিয়াঙ্কা ও রিচার্ড গুপ্তচর সংস্থা সিটাডেলের হয়ে কাজ করেন, যা কোনও দেশের সঙ্গে আবদ্ধ নয়। পরে সিটাডেলের পতন ঘটলে দুজনে এর কারণ খুজতে বের হন। এই মিশনের বড় বাধা হল তাঁদের স্মৃতিই মুছে ফেলা হয়েছে। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই সিরিজে কাজ করা তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সঙ্গে এই চরিত্রটার জন্য অনেক শারীরিক ও মানসিক জোরের দরকার ছিল। তবে এরকম একটা প্রোজেক্টের অংশ হতে পেরে খুব খুশি।
এই ছয় পর্বের সিরিজটির ইতালিয়ান ও ভারতীয় সংস্করণও আসবে প্রাইম ভিডিও-তে। রাজ এবং ডিকে দ্বারা পরিচালিত, বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু অভিনীত ভারতীয় সিরিজটির কাজ আপাতত চলছে।
প্রিয়াঙ্কাকে এই বছরের শেষের দিকে স্যাম হিউহান এবং সেলিন ডিওনের বিপরীতে রোমান্টিক কমেডি লাভ এগেনে দেখা যাওয়ার কথা রয়েছে। সঙ্গে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে বলিউডে কাজের কথা রয়েছে জি লে জারার ছবিতে। পরিচালনায় ফারহান আখতার।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here