‘ঔদ্ধত্যের’ জন্য ‘শাস্তি’ পেয়ে টিমম্যান হওয়ার বার্তা রোনাল্ডোর, মন গলবে টেনের?
শেষ বাঁশি বাজার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই ঘটনার ‘শাস্তি’ হিসেবে চেলসির বিরুদ্ধে দলেই রাখেননি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার টেন হ্যাগ। তারপরই কার্যত দোষ স্বীকার করে নিলেন রোনাল্ডো। বললেন, ‘আগামী ম্যাচগুলিতে আমার কোচ, খেলোয়াড় এবং দলকে সমর্থন করার জন্য পাশে থাকতে চাইছি।’
সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে পর্তুগালের অধিনায়ক বলেন, ‘আমি সর্বদাই আমার কোচ, সতীর্থদের প্রতি সম্মান বজায় রেখে ফুটবল খেলেছি। আজও তাই করি। আমি একটুও বদলে যাইনি। আমি সেই একই আছি। যেমনটা ২০ বছর আগেও ছিলাম। সম্মানের সঙ্গে খেলা আমার কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়।’
রোনাল্ডো আরও বলেন, ‘আমি নিজে অনেক অল্প বয়সে পেশাদার জীবন শুরু করেছি। সেইসময় আমিও অভিজ্ঞ খেলোয়াড়দের থেকে শিখতাম। তাঁদের আদর্শ মেনে চলতাম। তাঁদের খেলা দেখতাম। তাই আমি নিজেও সর্বদা সেই জায়গাটা বজায় রাখার চেষ্টা করি, যাতে আমার থেকে ছোটো খেলোয়াড়দের আদর্শ হয়ে উঠতে পারি।’ সঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি ক্যারিংটনে (অনুশীলনের মাঠে) ফিরে আবারও অনুশীলনে নামতে চাই।’
বিতর্কে রোনাল্ডো
গত বৃহস্পতিবার টটেনহ্যামের বিরুদ্ধে ২-০ গোলে জেতে ম্যান ইউ। বহুদিন পর কোনও ম্যাচে পুরোপুরি আধিপত্য বজায় রাখেন ব্রুন ফার্নান্ডেজরা। কিন্তু সেইসব ছাপিয়ে বিতর্কের কেন্দ্রে চলে আসে রোনাল্ডোর ‘ঔদ্ধত্য’। সেই ম্যাচের শেষ বাঁশির বাজার আগেই সাবস্টিটিউট বেঞ্চ থেকে টানেলে ঢুকে যান পর্তুগিজ তারকা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ৮৭ মিনিটে রোনাল্ডোকে পরিবর্ত হিসেবে নামাতে চেয়েছিলেন ম্যান ইউ কোচ। কিন্তু তাতে নাকি রাজি ছিলেন না। তারপরই বেরিয়ে যান রোনাল্ডো। যিনি নয়া মরশুমে দলে সেভাবে কার্যত সুযোগ পাচ্ছেন না।
For all the latest Sports News Click Here